পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

এগিয়ে বাইডেন, ভোটে কারচুপির অভিযোগে অনড় ট্রাম্প - American precidential Election

ছবি
ছবি

By

Published : Nov 6, 2020, 6:45 AM IST

Updated : Nov 6, 2020, 11:56 AM IST

11:34 November 06

অ্যামেরিকায় চলছে ভোট গণনা । গণনা শুরুর পর থেকে একে অপরকে টক্কর দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প । একের পর এক আসনে জিতে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বাইডেন ।

নাভেদাতে এগিয়ে রয়েছেন জো বাইডেন ৷

09:56 November 06

মিশিগান এবং জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্প যে মামলা করেছিলেন তা খারিজ করে দিল আদালত ৷

06:41 November 06

এতে কোনও সন্দেহ নেই যে গণনা শেষ হলে আমাদেরই জয়ী বলে ঘোষণা করা হবে : বাইডেন

06:35 November 06

ভোটগণনা নিয়ে ট্রাম্প বলেন, "আমরা ভেবেছিলাম খুব সহজেই নির্বাচনে জিতে যাব । তবে গণনা নিয়ে অনেক মামলা হতে চলেছে ৷ দেশের সর্বোচ্চ আদালতে এর বিচার হবে ৷ আমাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে ৷ কারণ এভাবে ভোট চুরি হতে পারে না ৷" 

06:34 November 06

ভোট গণনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য

এখনও কয়েকটি জায়গায় ভোটগণনা বাকি রয়েছে ৷

06:12 November 06

অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এগিয়ে রয়েছেন জো বাইডেন

Last Updated : Nov 6, 2020, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details