পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দূতাবাসে হামলার জের, বাগদাদে বাড়তি সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

82 নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় 750 টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে ৷ অ্যামেরিকান দূতাবাসে হামলার পর থেকে সেখানের আধিকারিকদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার ৷

America
ফাইল ছবি

By

Published : Jan 1, 2020, 8:37 PM IST

ওয়াশিংটন, 1 জানুয়ারি : ইরাকে বাড়তি সেনা পাঠাচ্ছে অ্যামেরিকা ৷ বাগদাদে অ্যামেরিকান দূতাবাসের সামনে অশান্তির ছবি সামনে আসার পরই প্রেসিডেন্ট ট্রাম্প আরও 750টি অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন ৷

গত 29 ডিসেম্বর অ্যামেরিকান বিমান হানায় ইরানের মদতপুষ্ট এক বিদ্রোহী সংগঠনের প্রায় 12 জনকে হত্যা করা হয় ৷ এরপরেই হাশ্দ আল-শাবি নামের এক দলের সমর্থকেরা নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকা অ্যামেরিকান দূতাবাস চত্বরে ঢুকে পড়ে ৷ ইরাক থেকে অ্যামেরিকান সেনা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ৷ আগুন লাগানো হয় দূতাবাসে ৷ স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক' ৷

এরপরেই প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে পুরো ঘটনার ক্ষোভ উগড়ে দেন ইরানের উপর ৷ বিক্ষোভকারীদের ও ইরানের প্রশাসনকে দায়ী করেন গোটা ঘটনার জন্য ৷ পাশাপাশি দূতাবাসকে সুরক্ষা দিতে ব্যর্থ ইরাকের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডোনাল্ড ট্রাম্প ৷

এরইমধ্যে সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও জানান দূতাবাসে হামলার পিছনে জঙ্গিদের হাত রয়েছে ৷ আবু মেহদি আল-মুহানদিস নামের একজনকে শনাক্তও করা হয়েছে বলে জানান তিনি ৷ আল-মুহানদিস নামের ওই জঙ্গি ইরানের মদতপুষ্ট হাশ্দ আল-শাবি দলের নেতা ৷ এই দলের সঙ্গে অ্যামেরিকান বিমান হানায় বিদ্রোহী সংগঠনের উপর হামলা করা হয়েছিল, সেই কেতাইব হিজ়বুল্লাহ দলের যোগসাজশ রয়েছে বলেও জানানো হয়েছে ৷

অ্যামেরিকান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,82 নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় 750 টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে ৷ অ্যামেরিকান দূতাবাসে হামলার পর থেকে সেখানের আধিকারিকদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার ৷ সোশাল মিডিয়ায় অ্যামেরিকান নৌসেনার তরফেও জানানো হয় সংকটকালীন পরিস্থিতির জন্য তাদের কুয়েতের বিশেষ দলও ইরাকে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details