পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

এবার অ্যামেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু কৃষ্ণাঙ্গের - america

গতকাল ফের কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটল অ্যামেরিকায় ৷ ঘটনায় পদত্যাগ করেছেন অ্যাটল্যান্টার পুলিশ চিফ ।

US Cop Shoots Black Man While Trying To Arrest Him, Protests In Atlanta
অ্যামেরিকায় ফের কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা, পদত্যাগ পুলিশ চিফের

By

Published : Jun 14, 2020, 9:23 AM IST

Updated : Jun 14, 2020, 10:01 AM IST

ওয়াশিংটন , 14 জুন : জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার রেশ এখনও কাটেনি । এখনও বিক্ষোভ চলেছে অ্যামেরিকার একাধিক জায়গায় । তারই মাঝে এবার পুলিশের গুলিতে মৃত্যু হল এক কৃষ্ণাঙ্গের । অ্যামেরিকার অ্যাটল্যান্টা শহরের জর্জিয়ার ঘটনা ৷ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গুলি চালায় পুলিশ ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ আজ অ্যাটলান্টার মেয়র জানান, এই ঘটনার পর পদত্যাগ করেছেন অ্যাটল্যান্টা শহরের পুলিশ চিফ ৷

গতকাল জর্জিয়া পুলিশ একটি প্রেস বিবৃতিতে জানায়, মৃত ব্যক্তির নাম রেসার্ড ব্রুকস ( 27 ) ৷ অ্যাটলান্টার জর্জিয়ায় গতকাল পুলিশের কাছে একটি অভিযোগ আসে ৷ সেখানে একটি রেস্তরাঁর সামনের গাড়ি দাঁড় করিয়ে একজন নাকি একজন ঘুমাচ্ছেন ৷ ফলে রেস্তরাঁয় আসা মানুষের সমস্যা হচ্ছে ৷ এরপর পুলিশ ঘটনাস্থানে যায় ৷ পুলিশ গিয়ে রেসার্ডকে গাড়িতে ঘুমন্ত অবস্থায় পায় ৷

বিবৃতিতে আরও বলা হয়, "ঘটনাস্থানে গিয়ে পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে যায় ৷ সেই সময় ব্রুকস একজন পুলিশ অফিসারের টিজ়ার নিয়ে পালানোর চেষ্টা করে ৷ এরপর তাকে ধরার চেষ্টা করে পুলিশ ৷ ব্রুক পুলিশের দিকে তাক করে টিজ়ারটি ৷ এরপর ওই অফিসার ব্রুকসকে লক্ষ্য করে গুলি চালায় ৷ " এক প্রত্যক্ষদর্শী ঘটনাটির ভিডিয়ো করেছে বলে জানা গেছে ৷ অ্যাটল্যান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস বলেন, অ্যাটল্যান্টা পুলিশ চিফ এরিকা শিল্ডস এই মর্মান্তিক ঘটনার পর নিজেই পদ থেকে সরে গেছেন ৷ এটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত ৷

25 মে অ্যামেরিকার মিনিয়াপলিসে পুলিশি হেপাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয় ৷ সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায় ৷ এরপরই অ্যামেরিকা সহ গ্রিস, ইট্যালি , ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য দেশে শুরু হয় বিক্ষোভ ৷

Last Updated : Jun 14, 2020, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details