পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের মৃত্যুতে শোকজ্ঞাপন অ্যামেরিকার - লাদাখ

গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে 20 ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুতে শোকজ্ঞাপন করল অ্যামেরিকা ৷ ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে ট্রাম্প কি মধ্যস্থতা করবেন ? হোয়াইট হাউজ়ের মুখপাত্র কেলি ম্যাকেনিকে আজ এই প্রশ্ন করেন সাংবাদিকরা । উত্তরে ম্যাকেনি জানান, এই বিষয়ে অ্যামেরিকা সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ।

image
হোয়াইট হাউস

By

Published : Jun 18, 2020, 2:13 AM IST

Updated : Jun 18, 2020, 5:44 AM IST

ওয়াশিংটন, 18 জুন : গালওয়ানে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 ভারতীয় জওয়ানের মৃত্যুতে শোকজ্ঞাপন করল অ্যামেরিকা ৷ পাশাপাশি হোয়াইট হাউজ়ের তরফে জানানো হয়, ভারত ও চিনের পরিস্থিতির দিকে নজর রাখছে ট্রাম্প প্রশাসন ৷

হোয়াইট হাউজ়ের মুখপাত্র কেলি ম্যাকেনি বলেন, ‘‘পূর্ব লাদাখে ভারত-চিন পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ৷ আমরা দেখেছি একটি বিবৃতি দিয়ে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, সংঘর্ষে 20 জন জওয়ান মারা গেছেন ৷ আমরা জওয়ানদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি ৷’’

অ্যামেরিকার প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতা করবেন কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয় কেলি ম্যাকেনির কাছে ৷ জবাবে ম্যাকেনি বলেন, ‘‘ওই বিষয়ে এখনও কোনও সরকারি পরিকল্পনা করা হয়নি ৷’’

যদিও বুধবারই এই বিষয়ে অ্যামেরিকা স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছিলেন, "LAC-তে ভারত ও চিনের মধ্যে বর্তমান পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি ৷ ভারত ও চিন উভয় দেশই উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চালাতে আগ্রহী ৷ আমরাও এর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ৷"

সোমবার সন্ধ্যায় পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সৈন্যের সঙ্গে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা ৷ সেই সংঘর্ষে কর্নেল পদ মর্যাদার অফিসার সহ 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ তবে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে এই ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে 43 জন চিনা সেনার মৃত্যু ও গুরতর জখম হয়েছে ৷ একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে সংঘর্ষে চিনা সৈন্যের একজন কমান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে ৷

এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত ও চিনের মধ্যে এই উত্যপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব ৷ একইসঙ্গে নজর রাখছে অ্যামেরিকাও ৷

Last Updated : Jun 18, 2020, 5:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details