ওয়াশিংটন, 12 ফেব্রুয়ারি: বিবিসি ওয়ার্ল্ড নিউজ সম্প্রচার নিষিদ্ধ করায় চিনের সমালোচনায় মুখর হল অ্যামেরিকা। শিনজিয়াঙে মানবাধিকার লঙ্ঘন ও দেশের সরকার কোভিড পরিস্থিতি যে ভাবে সামলেছেন, তা নিয়ে খবর করার জন্য চিনের মূল ভূখণ্ডে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করেছে বেজিং।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের জানিয়েছেন, ''বিবিসি ওয়ার্ল্ড নিউজ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত পিপল রিপাবলিক অফ চায়না নিয়েছে তার সমালোচনা করছি। বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত, সবচেয়ে কঠোর ও সবচেয়ে কম তথ্য সরবরাহ করে চিন। চিনে যে প্ল্যাটফর্মগুলি মুক্তভাবে কাজ করছে, তাকেও নিয়ন্ত্রণ করছে পিআরসি।''