ওয়াশিংটন, 30 নভেম্বর:সোশ্যাল মিডিয়া জায়েন্ট টুইটারের সিইও মুম্বই আইআইটির ছাত্র পরাগ আগরওয়াল ৷ তাঁর এই কৃতিত্বে গর্বিত দেশ ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্বদানের ক্ষেত্রে আবারও আস্থা অর্জন করলেন আর এক ভারতীয় ৷ তাঁর এই প্রাপ্তিতে ভারতীয় প্রতিভার দরাজ প্রশংসা (Elon Musk gives shout out to Indian talent) শোনা গেল টেসলার সিইও এলন মাস্কের (Elon Musk on Parag Agrawal) মুখে ৷ তাঁর কথায়, ভারতীয় প্রতিভাদের জন্য দারুণ উপকৃত হচ্ছে আমেরিকা (US benefits greatly from Indian talent)৷
জ্য়াক ডর্সি পদত্যাগ করার পর তাঁর জায়গায় টুইটারের সিইও পদে এসেছেন মুম্বইয়ের ছেলে পরাগ আগরওয়াল (Parag Agrawal takes over as Twitter's CEO) ৷ এই খবর সামনে আসার পর থেকেই তাঁর কমেন্ট বক্স শুভেচ্ছা ও অভিনন্দনে বানভাসি হয়েছে ৷ দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রের নাম করা ব্যক্তিত্বরা পরাগের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন ৷ তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে আমেরিকার 6টি টেক জায়েন্টের মাথায় থাকা ভারতীয় বংশোদ্ভূতদের কথা উল্লেখ করেন স্ট্রাইপের সিইও প্যাট্রিক কলিসন (Patrick collison congratulates Parag Agrawal) ৷ তিনি লেখেন, "গুগল, মাইক্রোসফট, অ্যাডোব, আইবিএম, পালো অল্টো নেটওয়ার্কস আর এখন টুইটারকে যে সিইওরা চালাচ্ছেন, তাঁরা সবাই ভারতে বড় হয়েছেন ৷ প্রযুক্তির বিশ্বে ভারতীয়দের অভূতপূর্ব সাফল্য দেখে দারুণ লাগছে ৷ আমেরিকা শরণার্থীদের কতটা সুযোগ দেয়, এটা তার বড় প্রমাণ ৷"