পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

‘জোরপূর্বক শ্রম’ ইশুতে চিনের জিনজিয়াং থেকে পাঁচটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করল অ্যামেরিকা

জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর এবং অন্যান্যদের বন্দীশিবিরে আটকে রাখার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে । এই নিয়ে সারা বিশ্বে বারবার সমালোচিত হয়েছে চিন ৷ জোর করে তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেক্ষেত্রে অ্যামেরিকা এই জোরপূর্বক শ্রমের তীব্র বিরোধিতা করেছে এবং পাঁচটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে ৷

By

Published : Sep 15, 2020, 10:44 PM IST

US bans five exports from china xinjiang
US bans five exports from china xinjiang

ওয়াশিংটন (অ্যামেরিকা) , 15 সেপ্টেম্বর : চিনের জ়িনজিয়াং থেকে পাঁচটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করল অ্যামেরিকা ৷ মূলত , যে পণ্যগুলি জোরপূর্বক শ্রমের দ্বারা উৎপাদন করা হয় , যেমন তুলো , চুল বিষয়ক কোনও দ্রব্য , কম্পিউটরের উপাদান ও কিছু জামা-কাপড় রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

উল্লেখ্য , জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর এবং অন্যান্যদের বন্দিশিবিরে আটকে রাখার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে । এই নিয়ে সারা বিশ্বে বারবার সমালোচিত হয়েছে চিন ৷ জোর করে তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৷

সেক্ষেত্রে অ্যামেরিকা এই জোরপূর্বক শ্রমের তীব্র বিরোধিতা করেছে এবং পাঁচটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে ৷ এই প্রসঙ্গে হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত (DHS) উপ-সচিব কেন কুকিনেল্লি বলে , ‘‘ এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, DHS অবৈধ এবং অমানবিক জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে লড়াই করছে ৷ পণ্য তৈরি করার এ একধরনের আধুনিক দাসত্ব ৷ চিন সরকার এইধরনের পণ্য অ্যামরিকায় আমদানি করার চেষ্টা করে । চিন আমাদের এই পণ্যগুলি আমদানির চেষ্টা করে অ্যামেরিকান কর্মী ও ব্যবসায়ও ক্ষতি করে ৷’’

তিনি আরও বলেন , ‘‘ প্রেসিডেন্ট ট্রাম্প এবং এই বিভাগ অ্যামেরিকান কর্মী এবং ব্যবসাকে সবার প্রথমে রাখবে ৷ এবং অ্যামেরিকান নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনে অংশ নেওয়া থেকে রক্ষা করবে ৷ ’’

CBP কমিশনার মার্ক এ মরগান বলেন , ‘‘ আজ এই পণ্য রপ্তানির নির্দেশিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা প্রেরণ করে যে , আমরা অ্যামেরিকা রপ্তানির ক্ষেত্রে জোরপূর্বক শ্রমের অবৈধ , অমানবিক এবং শোষণমূলক আচরণ সহ্য করবে না ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details