পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Evacuation From Afghanistan : ফের বিস্ফোরণের আশঙ্কার মধ্যে 12 ঘণ্টায় 4 হাজার জনকে উদ্ধার আমেরিকার

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ফের বিস্ফোরণ হতে পারে কাবুল বিমানবন্দরে ৷ সেই আশঙ্কার মধ্যেই আফগানিস্তান থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে আমেরিকা ৷

মার্কিন সেনার হুঁশিয়ারি
মার্কিন সেনার হুঁশিয়ারি

By

Published : Aug 28, 2021, 8:02 AM IST

ওয়াশিংটন, 28 অগস্ট : সময় ফুরিয়ে আসছে ৷ তাই আফগানিস্তান থেকে আরও দ্রুত আরও বেশি সংখ্যক মানুষকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ৷ হোয়াইট হাউজের (White House) দেওয়া রিপোর্ট অনুযায়ী শুক্রবার (স্থানীয় সময়) 12 ঘণ্টার মধ্যে কমপক্ষে 4 হাজার 200 জনকে কাবুল থেকে বের করেছে আমেরিকা ৷

গত 14 অগস্ট থেকে এখনও পর্যন্ত 1 লক্ষ 9 হাজার 200 জনকে আফগানিস্তান থেকে বের করে আনতে পেরেছে আমেরিকা ৷ মার্কিন সেনার মেজর জেনারেল (US Army Major General) উইলিয়াম 'হাঙ্ক' টেলর (William 'Hank' Taylor) জানিয়েছেন, "এখনও 5 হাজার 400 জন মানুষ আফগানিস্তান ছাড়ার বিমানের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন ৷ মার্কিন সেনাবাহিনীর সেই ক্ষমতা রয়েছে, তারা মানুষকে উড়িয়ে নিয়ে আসতে পারে ৷ আইসিস এই মিশনকে রুখতে পারবে না ৷"

আরও পড়ুন : Kabul Blast : শতাধিক মানুষের প্রাণ গিয়েছে, অপসারণ প্রক্রিয়ায় বাড়ল তৎপরতা

বৃহস্পতিবারে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Hamid Karzai International Airport) হওয়া জোড়া বিস্ফোরণে 13 জন মার্কিন সেনা আর 100 জন আফগান প্রাণ হারিয়েছেন ৷ অন্য একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী 150 জনেরও বেশি জখম হয়েছেন ওই বিস্ফোরণে ৷

ABOUT THE AUTHOR

...view details