ওয়াশিংটন, 28 অগস্ট : সময় ফুরিয়ে আসছে ৷ তাই আফগানিস্তান থেকে আরও দ্রুত আরও বেশি সংখ্যক মানুষকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ৷ হোয়াইট হাউজের (White House) দেওয়া রিপোর্ট অনুযায়ী শুক্রবার (স্থানীয় সময়) 12 ঘণ্টার মধ্যে কমপক্ষে 4 হাজার 200 জনকে কাবুল থেকে বের করেছে আমেরিকা ৷
গত 14 অগস্ট থেকে এখনও পর্যন্ত 1 লক্ষ 9 হাজার 200 জনকে আফগানিস্তান থেকে বের করে আনতে পেরেছে আমেরিকা ৷ মার্কিন সেনার মেজর জেনারেল (US Army Major General) উইলিয়াম 'হাঙ্ক' টেলর (William 'Hank' Taylor) জানিয়েছেন, "এখনও 5 হাজার 400 জন মানুষ আফগানিস্তান ছাড়ার বিমানের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন ৷ মার্কিন সেনাবাহিনীর সেই ক্ষমতা রয়েছে, তারা মানুষকে উড়িয়ে নিয়ে আসতে পারে ৷ আইসিস এই মিশনকে রুখতে পারবে না ৷"