নিউ ইয়র্ক, 21 সেপ্টেম্বর : প্রতি বছর আজকের দিনটি আন্তর্জাতিক শান্তি দিবস হিসাবে পালন করা হয় । এ আন্তর্জাতিক শান্তি দিবস 2019-র থিম "শান্তির জন্য জলবায়ু পদক্ষেপ" । 23 সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি সম্মেলনের আয়োজন করেছে রাষ্ট্রসংঘ ।
পরিবেশ সচেতনতায় পালিত হল আন্তর্জাতিক শান্তি দিবস - শান্তির জন্য জলবায়ু পদক্ষেপ
এই আন্তর্জাতিক শান্তি দিবস 2019-র থিম "শান্তির জন্য জলবায়ু পদক্ষেপ" ।
আন্তর্জাতিক শান্তি দিবসের বার্তা দিতে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ় বলেন, "বিভিন্ন দেশের উপকূলবর্তী অঞ্চল ও অভ্যন্তরীণ এলাকাগুলি ক্রমশই জনবসতিহীন হয়ে পড়ছে । এর জেরে কয়েক কোটি মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে । আমরা জানি যে, যুদ্ধমুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য শান্তির প্রয়োজন । এ জন্য স্থিতিশীল সমাজ গড়তে হবে, যেখানে প্রত্যেকে মৌলিক স্বাধীনতা উপভোগ করতে পারবে ।"
যুদ্ধবিহীন বিশ্বের জন্য 1981 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর আন্তর্জাতিক শান্তি দিবস পালনের প্রস্তাব গ্রহণ করে । সেই মতো প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসাবে পালিত হত । পরবর্তীতে 2001 সাল থেকে 21 সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘ ।