নয়াদিল্লি, 17 মার্চ: তালিবানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিল রাষ্ট্রসংঘ ৷ বিশ্বের অধিকাংশ দেশ এখনও স্বীকৃতি দেয়নি আফগানিস্তানের তালিবান সরকারকে ৷ কিন্তু এর উলটো পথে হেঁটে এবার তালিবান সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খুলল রাষ্ট্রসংঘ ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে 'সম্পর্ক' স্থাপনে উদ্যোগী হয়েছে রাষ্ট্রসংঘ ৷
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) এই সংক্রান্ত এক প্রস্তাব ভোটাভুটিতে পাশ হয়েছে ৷ নরওয়ের তরফে নিরাপত্তা পরিষদের বৈঠকে এই প্রস্তাব আনা হয়েছিল ৷ 14-0 ভোটে এই প্রস্তাব গৃহীত হয় ৷ রাশিয়া ভোট দেয়নি ৷ মনে করা হচ্ছে এই প্রস্তাব পাশের ফলে রাষ্ট্রসংঘের অ্যাসিস্টেন্স মিশনের তরফে আফিগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে আলোচনায় বসা সম্ভব হবে ৷ আফগানিস্তানের মহিলা সুরক্ষা, মানবাধিকার, লিঙ্গ সমতা ও অধিকারের মতো বিষয়গুলি নিয়ে নিজেদের কাজ চালানোর সুযোগ পেতে পারে রাষ্ট্রসংঘ ৷ উল্লেখ্য, গত বছর অগস্টেই আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবান ৷