পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Donald Trump : 2 বছরের জন্য সাসপেন্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট - ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

প্রেসিডেন্ট নির্বাচনের সময় ক্যাপিটল হিল (Capitol Hill) বিক্ষোভে উসকানির অভিযোগে মার্কিন টাইকুন ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িক ব্লক করা হয়েছিল ৷ এবার তা দু'বছরের জন্য সাসপেন্ড করল ফেসবুক ৷

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

By

Published : Jun 5, 2021, 8:00 AM IST

Updated : Jun 5, 2021, 9:32 AM IST

ওয়াশিংটন, 5 জুন : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ফেসবুক (Facebook), ইনস্টাগ্রামের (Instagram) অ্যাকাউন্ট সাসপেন্ড হল 2 বছরের জন্য ৷ শুক্রবার এই ঘোষণা করে মার্কিন সোশ্যাল মিডিয়া জানিয়েছে, এ বছরের 7 জানুয়ারি থেকে দু'বছর পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে অর্থাৎ 2023-র জানুয়ারিতে আবার তাঁর অ্যাকাউন্টগুলি ব্যবহার করার সুযোগ পাবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এ বছরের 7 জানুয়ারি ক্যাপিটল হিল কাণ্ডের পর সাময়িক ব্লক করা হয়েছিল তাঁর অ্যাকাউন্ট ৷ টুইটার, ইউটিউব-ও একই সিদ্ধান্ত নিয়েছে ৷

এর আগে অবশ্য "আমরা সব দিক খতিয়ে দেখব ৷ যদি দেখি যে এর সঙ্গে জড়িত জনসাধারণের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে এর সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হবে ৷ আর আমরা বিষয়টি নজরে রাখব, বিপদের সম্ভাবনা আদৌ কমছে কি না", জানিয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যম ৷

ট্রাম্পের প্রতিক্রিয়া

"ফেসবুক"-এর এই শাসন "অপমানজনক", সমগ্র আমেরিকার সাড়ে সাত কোটি মানুষের জন্য ৷ এছাড়া আরও অনেকের কাছে, যাঁরা 2020-এর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন ৷

এইভাবে সেনসর করে চুপ করিয়ে রাখা তাঁরা মেনে নেবেন না ৷ শেষমেশ আমরাই জিতব ৷ আমাদের দেশ এই দুর্ব্যবহার মেনে নেবে না ৷

Last Updated : Jun 5, 2021, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details