পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 20, 2020, 2:15 PM IST

ETV Bharat / international

অ্যামেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফৌসিকে "ইডিয়ট" বললেন ট্রাম্প

অ্যামেরিকায় ইতিমধ্যে কোরোনায় প্রাণ কেড়েছে প্রায় 2 লাখ 20 হাজার মানুষের ৷ ট্রাম্প দাবি করেন, আমরা যদি ফৌসির কথা শুনে চলতাম তাহলে এদেশে 7 থেকে 8 লাখ মানুষ কোরোনায় মারা যেতেন ৷

মার্কিন মুলুকের বিখ্যাত চিকিৎসককে "ইডিয়ট" বললেন ট্রাম্প
মার্কিন মুলুকের বিখ্যাত চিকিৎসককে "ইডিয়ট" বললেন ট্রাম্প

ওয়াশিংটন, 20 অক্টোবর : ফের বিতর্কিত মন্তব্য অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷ এবার অ্যামেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞকে "ইডিয়ট" বললেন ৷ বিখ্যাত ওই চিকিৎসক অ্যান্থনি ফৌসি আবার হোয়াইট হাউজ় টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ৷ সোমবার দলীয় কর্মীদের আয়োজিত এক প্রচারসভায় তাঁকেই ইডিয়ট বলেন ট্রাম্প ৷

কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপের কথা বলেছেন অ্যান্থনি ফৌসি । তা নিয়েই তিনি অ্যামেরিকার প্রেসিডেন্টের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন বলে অনেকের বক্তব্য । সেই সুরই ধরা পড়ল ট্রাম্পের গলায় ।

তিনি বলেন, জনগণ কোরোনা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে ৷ তারা বলছে,"যতই যাই হোক, আমাদের ছেড়ে দিন ৷ আমরা ক্লান্ত হয়ে পড়েছি ৷ জনগন ফৌসিসহ অন্য ইডিয়টসদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে ৷"

79 বছরের ফৌসিকে নিয়ে তিনি আরও বলেন, "মনে হচ্ছে এখানে উনি 500 বছর মতো আছেন ৷" ফৌসি ওয়াশিংটনের শহরতলি এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এবং সংক্রামক রোগের উপর নির্দেশনার কাজ করার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন ৷

অ্যামেরিকায় ইতিমধ্যে কোরোনায় প্রাণ কেড়েছে প্রায় 2 লাখ 20 হাজার মানুষের ৷ প্রেসিডেন্ট দাবি করেন, আমরা যদি ফৌসির কথা শুনে চলতাম তাহলে এদেশে 7 থেকে 8 লাখ মানুষ কোরোনায় মারা যেতেন ৷

ট্রাম্প একথা বললেও তাঁর দলেরই সেনেটর লামার আলেকজ়ান্ডারের মত ভিন্ন ।রিপাবলিকান এই সেনেটর বলেন, "ডাঃ ফৌসি হলেন আমাদের দেশের অন্যতম বিশিষ্ট সরকারি কর্মচারী ৷ রোনাল্ড রেগান থেকে শুরু করে 6 জন প্রেসিডেন্টের সময়কালে নিজের দায়িত্ব পালন করেছেন ৷ আমরা যদি তাঁর পরামর্শ মেনে চলি, তাহলে সংক্রমণ কম হবে ৷ স্কুল-অফিস আদালতে যাওয়া এবং খাওয়া-দাওয়া নিরাপদে করতে পারব ৷"

সম্প্রতি ট্রাম্পের এক সভায় কোরোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ফৌসির বার্তা শোনানো হয় । এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট এই চিকিৎসক । তিনি বলেন, তাঁর বক্তব্যের অংশ কেটে শোনানো হয়েছে । গত পাঁচ দশকে সরকারি কর্মজীবনে তিনি কোনও রাজনৈতিক ব্যক্তির প্রচার করেননি বলেও স্পষ্ট করে দেন ।

ABOUT THE AUTHOR

...view details