পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

H-1B ভিসার নয়া নিয়মে সই ট্রাম্পের - ডোনাল্ড ট্রাম্প

বড়সড় ধাক্কা খেতে চলেছে অ্যামেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। H-1B ভিসার নতুন ওর্ডারে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Donald Trump
Donald Trump

By

Published : Aug 4, 2020, 5:55 PM IST

ওয়াশিংটন, 4 অগাস্ট : H-1B ভিসার নিয়ম বদলের কথা আগেই ঘোষণা হয়েছিল। এবার সেই সংক্রান্ত সরকারি ওর্ডারে স্বাক্ষর করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বড়সড় সমস্যায় পড়তে চলেছেন অ্যামেরিকায় কর্মরত ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মীরা।

23 জুন ট্রাম্পের সরকার 31 ডিসেম্বর 2020-র পর H-1B ভিসা সাসপেন্ড করার কথা ঘোষণা করে।। মূলত, অ্যামেরিকানদের চাকরি সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদেশি কর্মীদের H-1B ভিসা দেয় অ্যামেরিকা। এই ভিসায় বহু ভারতীয় নাগরিক আমেরিকায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজ করছেন। তাই গ্রিন কার্ড না পাওয়া পর্যন্ত অ্যামেরিকায় টিকে থাকার জন্য এই H-1B ভিসা একান্ত প্রয়োজন।

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে এই ভিসার উপর নির্ভর তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। প্রতি বছর এই সংস্থাগুলি ভারত ও চিনের হাজার হাজার কর্মী নিয়োগ করে।

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ়ে জানিয়েছেন, "আমেরিকানদের জায়গায় বাইরের কর্মীদের দিয়ে সস্তায় কাজ করাতে না পারে, তার জন্য এগজিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছি।" প্রশাসনের বক্তব্য, এই ভিসা সাসপেন্ড করা হলে অ্যামেরিকার কোনও কর্মী ছাঁটাই হবে না।

কোরোনা আবহে অ্যামেরিকায় বেকারত্ব বেড়েছে। অন্যদিকে সামনেই অ্যামেরিকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচন। তার আগে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন অনেকে । তাঁদের বক্তব্য, এভাবেই অ্যামেরিকানদের মন জয়ের চেষ্টা করতে চাইছেন ট্রাম্প।

ABOUT THE AUTHOR

...view details