ওয়াশিংটন, 28 সেপ্টেম্বর : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 ও 2017 সালে মাত্র 750 অ্যামেরিকান ডলার করে আয়কর দিয়েছিলেন । 2016 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ট্রাম্প । জয়লাভ করেন । আর প্রেসিডেন্ট হিসেবে প্রথম বছর 2017 সাল ৷ এই দুই বছর তিনি মাত্র 750 অ্যামেরিকান ডলার করে আয়কর দিয়েছিলেন । এমনই দাবি করা হয়েছে দা নিউইয়র্ক টাইমসের রবিবারের কাগজে প্রকাশ পাওয়া একটি রিপোর্টে ৷ ওই রিপোর্টে প্রকাশ পাওয়া তথ্য অনুসারে, বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি নিজের আয়কর প্রদানের তথ্যে গোপনীয়তা রক্ষা করেছেন ৷ 15 বছরের মধ্যে 10 বছর তিনি কোনও ফেডেরাল আয়কর দেননি ৷
যদিও হোয়াইট হাউজ়ে একটি সাংবাদিক বৈঠকে এই রিপোর্টকে ফেক নিউজ় বলে দাবি করেন ট্রাম্প ৷ তিনি বলেন, পুরোপুরি ভুয়ো খবর । তিনি সমস্ত আয়কর প্রদান করেছেন ৷ যদিও সেবিষয়ে তিনি কোনও নির্দিষ্ট বিবরণ দেননি ৷ দুই দশকেরও বেশি সময় ধরে প্রাপ্ত ট্যাক্স রিটানের এই তথ্য, মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্ক চলাকালীন এবং ডেমোক্র্যাট জো বিডেনের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কয়েক সপ্তাহ আগে প্রকাশ করেছে দা নিউইয়র্ক টাইমস ।