ওয়াশিংটন, 24 জুন : গ্রিনকার্ড অর্থাৎ H-1B ভিসা নিয়ে নিজের সিদ্ধান্তে অনড় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি জানান, অ্যামেরিকানদের চাকরি সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এপ্রিল মাসে এক নির্দেশ জারি করে অ্যামেরিকান প্রেসিডেন্ট 90 দিনের জন্য H-1B ভিসা বাতিল করেন । গত সোমবার সেই সময়সীমা বাড়িয়ে চলতি বছরের শেষ অর্থাৎ 31 ডিসেম্বর 2020 পর্যন্ত করা হয় ।
অ্যারিজো়নায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল ট্রাম্প বলেন, “এই মুহূর্তে আমরা অ্যামেরিকানদের চাকরি সুরক্ষিত করতে চাইছি ।” চলতি বছরের 3 নভেম্বর অ্যামেরিকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচন রয়েছে । তার আগে এই পদক্ষেপ অত্যন্ত জরুরী বলে মনে করছেন ট্রাম্প । তাঁঁর মতে COVID-19 এর জেরে অ্যামেরিকায় আর্থিক সংকট দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে সবার আগে অ্যামেরিকানদের চাকরি সুরক্ষিত করা জরুরি । অ্যামেরিকান প্রেসিডেন্ট জানান, “এবছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে অ্যামেরিকার বেকারত্বের হার চারগুণ বেড়েছে । অ্যামেরিকার ইতিহাসে এই প্রথম বেকারত্বের হার এই পর্যায়ে পৌঁছেছে ।” শুধু মে মাসে 13.3 শতাংশ হারে বেকারত্ব বেড়েছে । এরমধ্যে কয়েক লাখ অ্যামেরিকানের চাকরি গেছে ।