ওয়াশিংটন, ৫ মার্চ : ভারতকে দেওয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন অ্যামেরিকায় কোনওরকম শুল্ক ছাড়াই ভারতের ৫.৬ বিলিয়ন ডলারের সামগ্রী প্রবেশ করতে পারে। সেই সুবিধাই প্রত্যাহার করে নিতে চলেছে ট্রাম্প প্রশাসন। নিজের সিদ্ধান্ত ঘোষণা করে কংগ্রেসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট বলেছেন, "ভারত এতদিন জেনেরালাইজ়ড সিস্টেম অফ প্রেফারেন্স (GSP)-এর মধ্যে ছিল। সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।"
ভারতের থেকে বাণিজ্যিক সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের - business
ভারতকে দেওয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এতদিন জেনেরালাইজ়ড সিস্টেম অফ প্রেফারেন্স (GSP)-এর মধ্যে ছিল। সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
তাঁর এই সিদ্ধান্তের ব্যাখা হিসাবে ট্রাম্প বলেছেন, "ভারত সরকার এবং অ্যামেরিকার বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে এ ধরনের সুবিধা দেবে না।"
ভারত গোটা পৃথিবীতে এই GSP প্রোগ্রাম থেকে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলির মধ্যে অন্যতম। আর সেই সুবিধা প্রত্যাহার করাটা দিল্লির কাছে একটি বড় ধাক্কা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পদক্ষেপ নেওয়ার ভাবনা প্রকাশ করলেও ট্রাম্প জানিয়েছেন, ভারত অ্যামেরিকাকে একই রকম সুযোগ সুবিধা দেবে কি না তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে অ্যামেরিকাকে পাশে পেয়েছিল দিল্লি। সেই রেশ কাটতে না কাটতেই বাণিজ্যিক দিক থেকে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিল হোয়াইট হাউজ়। ভারতের পাশাপাশি টার্কিকেও এই বাণিজ্যিক সুবিধা থেকে বাদ দিতে চলেছে অ্যামেরিকা। ভারতকে GSP থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হওয়ার ৬০ দিন পর থেকে কার্যকরী হবে সুবিধা প্রত্যাহার।