পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা পরিস্থিতি : করমর্দন থেকে বিরত থাকবেন ট্রাম্প এবং বিডেন

90 মিনিটের একটি বিতর্ক সভাতে হাজির থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রতিপক্ষ জো বিডেন ৷ কিন্তু প্রথম সাক্ষাতে কেউই একে অপরের সঙ্গে হাত মেলাবেন না এমনটাই খবর ৷

ছবি
ছবি

By

Published : Sep 27, 2020, 8:04 PM IST

ওয়াশিংটন, 27 সেপ্টেম্বর : লোয়ায় অবস্থিত ওয়েস্টার্ন রিসার্ভ বিশ্ববিদ্যালয়ে একটি ডিবেট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ৷ মঙ্গলবার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রতিপক্ষ জো বিডেন ৷ কিন্তু অনুষ্ঠানের প্রথম সাক্ষাতে কেউই একে অপরের সঙ্গে হাত মেলাবেন না এমনটাই গুঞ্জন উঠছে ৷ মনে করা হচ্ছে, কোরোনা পরিস্থিতির জন্যই তাঁরা একে অপরের থেকে বিরত থাকছেন হাত মেলানোর থেকে ৷

বিশ্ববিদ্যালয়ের ক্লিভল্যান্ড ক্লিনিক ক্যাম্পাসে হবে অনুষ্ঠানটি ৷ এর সময়সীমা 90 মিনিটের কাছাকাছি ৷ সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প, বিডেন এবং একটি বিশিষ্ট সাংবাদমাধ্যমের সাংবাদিক প্রত্যেকেই মাস্ক ছাড়া উপস্থিত থাকবেন ৷

সূত্রের খবর ওই অনুষ্ঠানে দর্শক সংখ্যা থাকবে 75 থেকে 80 জনের কাছাকাছি ৷ এবং এদের প্রত্যেককেই কোরোনা পরীক্ষা করে তবেই অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে ৷

এর আগেও মার্চ মাসে, বিডেন এবং সিনেটর বার্নি স্যান্ডার্স ওয়াশিংটনে একটি ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বিতর্কে অংশ নিয়েছিলেন ৷ যেখানে তাঁরা একে অপরের থেকে ছয় ফুট দূরত্বে দাঁড়িয়ে ছিলেন । তখনও কেউ মাস্ক পরেননি বলেই জানা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details