পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

খুবই কঠিন অবস্থা, ভারতও চিন দুই দেশের সঙ্গে কথা চলছে : ট্রাম্প - India China border issue '

লাদাখে ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের সঙ্গেই কথা বলছে অ্যামেরিকা । জানালেন ডোনাল্ড ট্রাম্প ।

ট্রাম্প
ট্রাম্প

By

Published : Jun 21, 2020, 9:02 AM IST

ওয়াশিংটন, 21 জুন : প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক করতে দু'দেশের সঙ্গেই কথা বলা হচ্ছে । আজ ওকলাহোমায় নির্বাচনী প্রচারের যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

তিনি বলেন, "খুবই কঠিন পরিস্থিতি । আমরা ভারতের সঙ্গে কথা বলছি । আমরা চিনের সঙ্গেও কথা বলছি । সীমান্তে দু'পক্ষের সেনারাই সংঘর্ষে জড়িয়ে পড়েছে আর আমরা তার ফল দেখতে পাচ্ছি । আমরা চেষ্টা করব এই দুই দেশকে সাহায্য করতে, যাতে তাদের সমস্যার সমাধান হয় ।"

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনা সংঘর্ষের পর অ্যামেরিকার এক সেনেটর বলেন, "এলাকা দখল করতে গিয়ে ভারতকে সংঘর্ষে প্ররোচনা দিয়েছে চিনের সেনারা ।" শুধু তিনিই নন, একই সুরে কথা বলতে দেখা যায় অ্যামরিকার আরও কয়েকজন সেনেটরকে । কয়েকদিন আগে মাইক পম্পেও জানান, পিপল লিবারেশন আর্মি ভারত-চিন সীমান্ত সমস্যাকে বাড়িয়েছে । ইন্ধন জুগিয়েছে সংঘর্ষে । তবে এবিষয়ে অ্যামেরিকা মধ্যস্থতা করবে কি না তা নিয়ে কিছু বলেনি তারা । অবশেষ আজ প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, অ্যামেরিকা দুই দেশের সঙ্গেই কথা বলছে । পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করছে ।

আরও পড়ুন : "এলাকা দখল করতেই হয়তো গালওয়ানে সংঘর্ষে প্ররোচনা দিয়েছিল চিন"

প্রসঙ্গত, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চিন সেনার মধ্যে সংঘর্ষ হয় । শহিদ হন 20 ভারতীয় জওয়ান । সংবাদসংস্থার খবর অনুযায়ী চিনেরও 45 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে । যদিও এবিষয়ে চিনের তরফে কিছু জানানো হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details