পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 6, 2020, 9:37 AM IST

Updated : Jan 6, 2020, 11:41 AM IST

ETV Bharat / international

হামলা চালালেই পাল্টা জবাব, ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

অ্যামেরিকা- ইরানে সংঘাত অব্যাহত । আজ টুইটে ফের কড়া হুঁশিয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্টের ।

trump
ছবি

ওয়াশিংটন, 6 জানুয়ারি : অ্যামেরিকার সঙ্গে ইরানের সংঘাত অব্যাহত ৷ ইরান ইশুতে ফের হুঁশিয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্টের ৷ টুইটে ডোনাল্ড ট্রাম্প লেখেন, এই মিডিয়া পোস্টগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জন্য বিজ্ঞপ্তি হিসেবে কাজ করবে ৷

তাঁর পোস্টে উল্লেখ করা হয়েছে, ইরান কোনও অ্যামেরিকাবাসীর উপর হামলা চালালেই অ্যামেরিকার তরফে দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে এবং সম্ভবত অসমর্থিতভাবে । ট্রাম্প বলেন, বিলিয়ন ডলারে তৈরি সামরকিক ঘাঁটিগুলির নির্মাণ খরচ শোধ না হওয়া পর্যন্ত ইরাককেছাড়বে না অ্যামেরিকার সেনা

সম্প্রতি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তাদের হিটলিস্টে রয়েছে ইরানের 52টি এলাকা৷ ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হতে পারে তাদের ৷ শুক্রবার ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলেইমানি সহ মোট আটজন । ৷ এরপরই সংঘাত আরও চরমে ওঠে ৷ সোলেইমানির শেষযাত্রায় পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ সেই মিছিলেই স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক'৷

2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ সেই প্রেক্ষিতেই ইরানের কমান্ডারকে হত্যার নির্দেশ দিয়ে 'জবাব' দিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷

Last Updated : Jan 6, 2020, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details