জেনেভা, 9 জুন : করোনা অতিমারীর জেরে এইডস’র (AIDS) বিরুদ্ধে লড়াই অনেকটাই পিছিয়ে গিয়েছে বিশ্ব ৷ তাই এবার 2030 সালের মধ্যে এইডস’র মতো রোগকে নিঃশেষ করার কথা ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা ৷ সেই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের তরফে এও বলা হয়েছে, ‘‘এটা খুবই বিপদের সঙ্কেত যে, করোনা অতিমারির জেরে এইডস’র ওষুধের সরবরাহ, তার চিকিৎসা এবং সর্বোপরি এইডস নির্ধারণ করার প্রক্রিয়াও বন্ধ হয়ে গিয়েছে’’ ৷
18 পাতার এই নথিতে উল্লেখ করা বিষয়গুলি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার 193 টি সদস্য দেশ কার্যকর করার কথা জানিয়েছে ৷ যেখানে বলা হয়েছে, আগামী 2025 সালের মধ্যে বছরে এইচআইভি (HIV) সংক্রমণের সংখ্যা 3 লক্ষ 70 হাজারের নিচে নামিয়ে আনা হবে ৷ পাশাপাশি এইচআইভি (HIV) সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা বছরে আড়াই লক্ষের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ সভার সদস্য দেশগুলি ৷ সেই সঙ্গে এইচআইভি (HIV) সংক্রান্ত অচ্ছুত এবং বৈষম্য সমাজ থেকে একেবারে মুছে ফেলার বার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে ৷ অন্যদিকে, সদস্য দেশগুলিকে এইচআইভি’র (HIV) ভ্যাকসিন তৈরি কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বলা হয়েছে ৷
সাধারণ সভার তরফে সদস্য দেশগুলিকে সতর্ক করে বলা হয়েছে, এইডস’র বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় রসদ না বাড়ালে এবং সেই সঙ্গে সংক্রমিত ও আশঙ্কাজনক রোগীদের চিকিৎসা না করা 2030 সালের মধ্যে এই মহামারিকে শেষ করা যাবে না ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে বলা হয়েছে, এইডস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা অতিমারি ৷
আরও পড়ুন : 2021’এ ভারতে 7.5% আর্থিক বৃদ্ধির পূর্বাভাস, সঙ্গে পতনের সতর্কতা রাষ্ট্রসঙ্ঘের