পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Time magazine Person of the Year Elon Musk: টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার এলন মাস্ক

টেসলার সিইও এলন মাস্ককে 2021 সালের পার্সন অফ দ্য ইয়ার (Person of the Year) ঘোষণা করল টাইম ম্যাগাজিন (Time magazine Person of the Year Elon Musk) ৷

time-magazine-person-of-the-year-is-Tesla CEO elon-musk
টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার এলন মাস্ক

By

Published : Dec 14, 2021, 10:06 AM IST

নিউ ইয়র্ক, 14 ডিসেম্বর:চলতি বছর টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার (Person of the Year) হলেন টেসলার সিইও এলন মাস্ক (Time magazine Person of the Year Elon Musk) ৷ সম্প্রতি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হয়েছেন তিনি ৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ 300 বিলিয়ন মার্কিন ডলার ৷ টেসলার প্রায় 17 শতাংশ শেয়ারের মালিক এলন মাস্ক (Elon Musk Person of the Year) ৷

এলন মাস্ক মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স-এরও প্রতিষ্ঠাতা ও সিইও ৷ 2002 সালে এই কোম্পানির প্রতিষ্ঠা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে দামি গাড়ির কোম্পানির মালিক হওয়ার সফরকে কুর্নিশ জানিয়েছে টাইম ৷ বিকল্প শক্তির কোম্পানি সোলারসিটি তৈরিতে তাঁর অবদানের কথাও উল্লেখ করা হয়েছে ৷ টেসলার সিইও (Tesla CEO)-কে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণার সময় টাইম ম্যাগাজিন লিখেছে, "বিশ্বের ধনীতম মানুষটির একটি বাড়িও নেই ৷ আর সম্প্রতি তিনি তাঁর ভাগ্যকেও বিক্রি করে দিয়েছেন ৷"

আরও পড়ুন:Elon Musk on Parag Agrawal: ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক

মাস্কের সম্পর্কে টাইম লিখেছে, "তিনি কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছেন ৷ তিনি নিজের তৈরি করা বিনা গ্যাসের গাড়ি চালান, যার আবার চালকের কোনও প্রয়োজন পড়ে না ৷ তাঁর আঙুলের ইশারায় শেয়ার বাজার চাঙ্গা হয় আবার ধসেও পড়ে ৷ তাঁর প্রতিটি বক্তব্যের দিকে তাকিয়ে থাকেন ভক্তদের দল । পৃথিবীর সেরা, শক্ত চোয়ালের অধিকারী অদম্য এই মানুষটি মঙ্গল গ্রহের স্বপ্ন দেখেন । তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের গ্রহকে রক্ষা করার জন্য অনুপ্রাণিত করেন এবং আমাদের বসবাসের যোগ্য নয়া গ্রহ উপহার দিতে চান ৷" এলন মাস্কের দরাজ প্রশংসা করার সময় তাঁকে জোকার, জিনিয়াস, স্বপ্নদর্শী, শোম্যানের তকমা দিয়েছে টাইম ম্যাগাজিন (Time magazine declares Person of the Year) ৷

আরও পড়ুন:Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

ABOUT THE AUTHOR

...view details