নিউ ইয়র্ক, 14 ডিসেম্বর:চলতি বছর টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার (Person of the Year) হলেন টেসলার সিইও এলন মাস্ক (Time magazine Person of the Year Elon Musk) ৷ সম্প্রতি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হয়েছেন তিনি ৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ 300 বিলিয়ন মার্কিন ডলার ৷ টেসলার প্রায় 17 শতাংশ শেয়ারের মালিক এলন মাস্ক (Elon Musk Person of the Year) ৷
এলন মাস্ক মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স-এরও প্রতিষ্ঠাতা ও সিইও ৷ 2002 সালে এই কোম্পানির প্রতিষ্ঠা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে দামি গাড়ির কোম্পানির মালিক হওয়ার সফরকে কুর্নিশ জানিয়েছে টাইম ৷ বিকল্প শক্তির কোম্পানি সোলারসিটি তৈরিতে তাঁর অবদানের কথাও উল্লেখ করা হয়েছে ৷ টেসলার সিইও (Tesla CEO)-কে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণার সময় টাইম ম্যাগাজিন লিখেছে, "বিশ্বের ধনীতম মানুষটির একটি বাড়িও নেই ৷ আর সম্প্রতি তিনি তাঁর ভাগ্যকেও বিক্রি করে দিয়েছেন ৷"