পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

China: আমেরিকাকে টপকে শীর্ষে, বিশ্বের সবচেয়ে ধনী দেশ চিন - World Income

সবচেয়ে ধনী যে 10 দেশের তালিকা প্রকাশ করেছে ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি, তাতে এক থেকে 10-এ পর্যায়ক্রমে রয়েছে চিন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো এবং সুইডেন ৷

surpassing-america-china-becomes-worlds-richest-country
ধনী তালিকায় শীর্ষে চিন ।

By

Published : Nov 16, 2021, 1:25 PM IST

Updated : Nov 16, 2021, 1:34 PM IST

বেজিং, 16 নভেম্বর : পূর্বাভাস মিলেছিল আগেই । মোট সম্পদের নিরিখে এবার আমেরিকাকে টপকে শীর্ষে উঠে এল চিন । বিশ্বের মোট আয়ের 60 শতাংশ যে 10টি দেশের, তাদের নিয়ে একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, 2000 সাল থেকে গত দু’দশকে 514 ট্রিলিয়ন ডলার সম্পদ বেড়েছে গোটা বিশ্বের, যার এক তৃতীয়াংশ একা চিনের দখলে ৷

আন্তর্জাতিক ম্যাকিনজি অ্যান্ড কোম্পানির একটি রিপোর্টে এই পরিসংখ্যান উঠে এসেছে ৷ তাতে দেখা গিয়েছে, 2000 সালে বিশ্বের মোট সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছিল 156 ট্রিলিয়ন ডলার ৷ 2020-তে তা বেড়ে 514 ট্রিলিয়ন ডলার হয়েছে ৷ এর মধ্যে একা চিনেরই সম্পদ বেড়েছে 120 ট্রিলিয়ন ডলারের , যেখানে 2000 সালে তাদের সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল মাত্র 7 ট্রিলিয়ন ডলার ৷

আরও পড়ুন:Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

সেই তুলনায় গত দু’দশকে 90 ট্রিলিয়ন ডলারের সম্পদ বৃদ্ধি হয়েছে আমেরিকার ৷ তবে চিন এবং আমেরিকা, দু’দেশেই মোট সম্পদের দুই তৃতীয়াংশ দেশের 10 শতাংশ ধনকুবেরদের দখলে রয়েছে ৷ রকেটের গতিতে আয় বেড়েছে তাঁদের ৷ ম্যাকিনজি অ্যান্ড কোম্পানির দাবি, বিশ্বের মোট সম্পদের 68 শতাংশই রিয়েল এস্টেটের মধ্যে নিয়োজিত ৷ গত দু’দশকে বিশ্বের সর্বত্র রিয়েল এস্টেটের দাম 50 শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে ৷

সবচেয়ে ধনী যে 10 দেশের তালিকা প্রকাশ করেছে ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি, তাতে এক থেকে 10-এ পর্যায়ক্রমে রয়েছে চিন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো এবং সুইডেন ৷

আরও পড়ুন:Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত

Last Updated : Nov 16, 2021, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details