বেজিং, 16 নভেম্বর : পূর্বাভাস মিলেছিল আগেই । মোট সম্পদের নিরিখে এবার আমেরিকাকে টপকে শীর্ষে উঠে এল চিন । বিশ্বের মোট আয়ের 60 শতাংশ যে 10টি দেশের, তাদের নিয়ে একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, 2000 সাল থেকে গত দু’দশকে 514 ট্রিলিয়ন ডলার সম্পদ বেড়েছে গোটা বিশ্বের, যার এক তৃতীয়াংশ একা চিনের দখলে ৷
আন্তর্জাতিক ম্যাকিনজি অ্যান্ড কোম্পানির একটি রিপোর্টে এই পরিসংখ্যান উঠে এসেছে ৷ তাতে দেখা গিয়েছে, 2000 সালে বিশ্বের মোট সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছিল 156 ট্রিলিয়ন ডলার ৷ 2020-তে তা বেড়ে 514 ট্রিলিয়ন ডলার হয়েছে ৷ এর মধ্যে একা চিনেরই সম্পদ বেড়েছে 120 ট্রিলিয়ন ডলারের , যেখানে 2000 সালে তাদের সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল মাত্র 7 ট্রিলিয়ন ডলার ৷
আরও পড়ুন:Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ