পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সূর্যালোক ও জীবাণুনাশক শরীরে ঢুকিয়েই কোরোনা-মুক্তি, দাওয়াই ট্রাম্পের - corona news updates

আজ হোয়াইট হাউজ়ে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, শরীরের মধ্যে সূর্যালোক বা জীবাণুনাশক প্রবেশ করিয়ে COVID-19 কে মারা যেতে পারে ।

ছবি
ছবি

By

Published : Apr 24, 2020, 6:51 PM IST

নিউইয়র্ক, 24 এপ্রিল : এখনও কোরোনার প্রতিষেধক বের হয়নি । তা নিয়ে গবেষণা চলছে । এর মাঝেই কোরোনা ভাইরাসকে মারার উপায় বাতলালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বললেন, শরীরের মধ্যে সূর্যালোক ও জীবাণুনাশক ঢুকিয়ে মারা যেতে পারে কোরোনা ভাইরাসকে ।

আজ হোয়াইট হাউজ়ে অ্যামেরিকার এক বিজ্ঞানী কয়েকটি তথ্য তুলে ধরে দেখান, সূর্যালোক ও অতিবেগুনি রশ্মির প্রভাবে মাত্র দু'মিনিটেই মৃত্যু হতে পারে কোরোনা ভাইরাসের । পাশাপাশি হোমল্যান্ড সিকিওরিটি দপ্তরের সচিবের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান বলেন, "অ্যামেরিকার বিজ্ঞানীরা দেখেছেন, কোরোনা দমনে বড় ভূমিকা নিতে পারে জীবাণুনাশক । অ্য়লকোহলও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় । এক্ষেত্রে জীবাণুনাশক পাঁচ মিনিটে কোরোনাকে মেরে ফেলতে পারে । আর অ্যালকোহল 30 সেকেন্ডে শেষ করে দিতে কোরোনা ভাইরাস । "

এরপরই কোরোনাকে মারতে অভিনব দাওয়াইয়ের কথা বলেন ট্রাম্প । বলেন, "একটি পরীক্ষা করে দেখা যেতে পারে । যদি শরীরের মধ্যে সূর্যালোক বা অতিবেগুনি রশ্মি এবং ইঞ্জেকশনের মাধ্যমে জীবাণুনাশক বা আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রবেশ করানো যায়, তাহলে ফুসফুসে সংক্রমিত COVID-19-কে মারা যেতে পারে । "

অ্যামেরিকার প্রেসিডেন্ট যখন একথা বলছেন, তখন পাশে বসেছিলেন হোয়াইট হাউজ়ের কোরোনা টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর দেবোরা ব্রিস্ক। তিনি কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে গিয়েছেন বলে দেখে মনে হচ্ছিল । পরে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে । কোরোনা সংক্রমণ রুখতে ট্রাম্পের এই দাওয়াই নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সমালোচনায় সরব হয়েছেন অনেকে ।

For All Latest Updates

TAGGED:

donald trump

ABOUT THE AUTHOR

...view details