পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 16, 2019, 11:11 AM IST

Updated : Sep 16, 2019, 12:46 PM IST

ETV Bharat / international

"হাউডি মোদি"-তে যোগ দেবেন ট্রাম্প, "আন্তরিক ব্যবহারে" আপ্লুত মোদি

নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে দেখা যাবে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷ তাঁর এই সিদ্ধান্তে আপ্লুত মোদি ৷

মোদি ও ট্রাম্প

ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর : রবিবার হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর এই সিদ্ধান্তে আপ্লুত নরেন্দ্র মোদি ৷ বলেন, "POTUS-এর (অ্যামেরিকার প্রেসিডেন্ট) এই আন্তরিক ব্যবহার ভারত ও অ্যামেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় বহন করে ৷"

রবিবার (22 সেপ্টেম্বর) হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা করবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প হাজির থাকতে পারেন বলে কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল ৷ অবশেষে তিনি সেখানে থাকবেন বলে গতকাল হোয়াইট হাউজ়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ৷

এই সংক্রান্ত আরও খবর :"কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক", একসুরে বললেন মোদি-ট্রাম্প

এরপর আজ তা নিয়ে টুইট করেন মোদি ৷ জানান, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারত-অ্যামেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার পরিচয় ৷ তিনি লেখেন, "অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে আছি ৷ প্রেসিডেন্টের এই উদ্যোগ অ্যামেরিকার সমাজ ও অর্থনীতিতে ভারতীয় বংশোদ্ভুতদের অবদান ও সম্পর্কের দৃঢ়তার পরিচয় দেয় ৷" একই প্রতিক্রিয়া অ্যামেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলারও ৷ তিনি বলেন, "হাউডি মোদি অনুষ্ঠানে দুই রাষ্ট্রনেতার বক্তৃতা হবে ঐতিহাসিক ও অভূতপূর্ব ৷ এটা শুধুমাত্র ঘনিষ্ঠতা নয়, বরং দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্বের পরিচয় ৷"

এই সংক্রান্ত আরও খবর :মোদি খুব ভালো ইংরেজি বলেন, কিন্তু বলতে চান না : ট্রাম্প

Last Updated : Sep 16, 2019, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details