ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর : রবিবার হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর এই সিদ্ধান্তে আপ্লুত নরেন্দ্র মোদি ৷ বলেন, "POTUS-এর (অ্যামেরিকার প্রেসিডেন্ট) এই আন্তরিক ব্যবহার ভারত ও অ্যামেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় বহন করে ৷"
রবিবার (22 সেপ্টেম্বর) হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা করবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প হাজির থাকতে পারেন বলে কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল ৷ অবশেষে তিনি সেখানে থাকবেন বলে গতকাল হোয়াইট হাউজ়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ৷