কেপ কানাভেরাল, 16 নভেম্বর : বেসরকারি সংস্থা স্পেস X, রবিবার NASA-র হয়ে আন্তর্জাতিক স্পেস সেন্টারে চার নভোশ্চরকে পাঠাল ৷ এটি NASA-র প্রথম পূর্ণাঙ্গ ট্য়াক্সি উড়ান ছিল ৷ এ নিয়ে দ্বিতীয়বার মহাকাশে নভোশ্চর পাঠাল স্পেস X । ফালকন রকেটে রবিবার রাতে কেনেডি স্পেস সেন্টার থেকে 3 মার্কিন ও 1 জাপানি নভোশ্চরকে আন্তর্জাতিক স্পেস সেন্টারে পাঠানো হয় ৷
বেসরকারি উদ্য়োগে আন্তর্জাতিক স্পেস সেন্টারে NASA-র মহাকাশচারীরা - স্পেস X
উৎক্ষেপণের 9 মিনিট পরে ড্রাগন ক্য়াপসুলটি কক্ষপথে পৌঁছায় ৷ আগামী সোমবার শেষবেলায় ড্রাগন ক্য়াপসুলটি আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছাবে ৷ বসন্তকাল পর্যন্ত সেখানে নভোশ্চরা থাকবেন বলে জানিয়েছে স্পেস X । কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্পেস X প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহিক এলন মাস্ক বাধ্য় হয়ে দূর থেকেই পুরো বিষয়টির উপর নজরদারি চালান ৷
উৎক্ষেপণের 9 মিনিট পরে ড্রাগন ক্য়াপসুলটি কক্ষপথে পৌঁছায় ৷ আগামী সোমবার শেষবেলায় ড্রাগন ক্য়াপসুলটি আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছাবে ৷ বসন্তকাল পর্যন্ত সেখানে নভোশ্চররা থাকবেন বলে জানিয়েছে স্পেস X । কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্পেস X প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহিক এলন মাস্ক বাধ্য় হয়ে দূর থেকেই পুরো বিষয়টির উপর নজরদারি চালান ৷ তিনি টুইটে লেখেন, সম্ভবত তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ ক্য়াপসুল সফলভাবে কক্ষপথে স্থাপনের পর এবং প্রথম ধাপের বুস্টারটি আটলান্টিক মহাসাগরে ভাসমান প্ল্য়াটফর্মে সফল অবতরণের পর আনন্দে ভোরে ওঠে স্পেস X-র হাথর্নের কন্ট্রোল রুম ৷ এই মহাকাশ অভিযানের সাক্ষী থাকতে জাতীয় স্পেস কাউন্সিলের চেয়ারম্য়ান এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেনেক ওয়াশিংটন থেকে NASA আধিকারিকদের সঙ্গে কন্ট্রোলরুমে ছিলেন ৷
বেসরকারি এই মহাকাশ অভিযানে তিন জন পুরুষ এবং এক মহিলা নভোশ্চর রয়েছেন ৷ তাঁদের মধ্য়ে মার্কিন বায়ুসেনার কর্নেল হপকিংস এই দলের নেতৃত্ব দিচ্ছেন ৷ এই মহাকাশ অভিযানে বর্ণবিদ্বেষী এবং জাতিভেদের বিরুদ্ধে বার্তা দিতে নভোশ্চরদের বাছাইও করা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে ৷ যেখানে প্রথম কোনো ব্ল্য়াক মহাকাশচারী লম্বা সময়ের জন্য় মহাকাশে পাড়ি দিলেন ৷ তাঁদের মধ্য়ে রয়েছেন জাপানের মহাকাশচারী শৈচি নংচি ৷ যাঁর তিন ধরনের মহাকাশ অভিযানের অভিজ্ঞতা রয়েছে ৷