পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কানাডায় পার্লামেন্ট ভবনের অদূরে গুলি, মৃত 1 - ottawa shooting

বুধবার সকাল 7টা 30 মিনিট (স্থানীয় সময়) নাগাদ ওটাওয়ার গিলমর স্ট্রিটে পার্লামেন্ট হিল-এর কাছে একটি বাড়িতে ঘটনাটি ঘটে । পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেখে ঘরের ভেতর চারজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন ।

shooting in canada
কানাডায় গুলি

By

Published : Jan 9, 2020, 4:28 AM IST

Updated : Jan 9, 2020, 6:50 AM IST

ওটাওয়া, 9 জানুয়ারি : কানাডার পার্লামেন্ট ভবনের অদূরে গুলি চলল । এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে । জখম হয়েছেন তিনজন । কে বা কারা গুলি চালাল তা জানা যায়নি ।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, বুধবার সকাল 7টা 30 মিনিট (স্থানীয় সময়) নাগাদ ওটাওয়ার গিলমর স্ট্রিটে পার্লামেন্ট হিল-এর কাছে একটি বাড়িতে ঘটনাটি ঘটে । পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেখে ঘরের ভেতর চারজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন । তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় । জখমদের মধ্যে 15 বছরের এক কিশোর রয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল ।

ওটাওয়া পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চলছে । প্রাথমিক তদন্তে ঘটনাটির সঙ্গে জঙ্গিযোগের প্রমাণ পাওয়া যায়নি । তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

Last Updated : Jan 9, 2020, 6:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details