ওয়াশিংটন, 25 এপ্রিল :বিশ্বজুড়ে কোভিডের ঢেউ রুখতে ভারত-সহ বিভিন্ন দেশকে অ্য়াস্ট্রাজেনেকা টিকা সরবরাহের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি ৷
শনিবার একটি বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, ‘‘আমাদের কাছে এই মুহূর্তে 4 কোটি অ্য়াস্ট্রাজেনেকা টিকার ডোজ মজুত রয়েছে ৷ যার মধ্যে কিছু আমরা ব্যবহার করিনি ৷ আর কিছু মেক্সিকো এবং কানাডার জন্য বরাদ্দ করা হয়েছে ৷ বিশ্বজুড়ে করোনার মোকাবিলার করতে, বিশ্ববাসীর স্বাস্থ্যরক্ষার স্বার্থে এবং বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে আমাদের এখনই এই টিকাগুলি পৃথিবীর নানা প্রান্তে পাঠানোর ব্যবস্থা করা উচিত ৷ আমি অত্যন্ত সম্মানের সঙ্গে এবং দৃঢ়ভাবে বাইডেন প্রশাসনকে আবেদন জানাচ্ছি, এই মুহূর্তে ভারত, আর্জেন্টিনা-সহ বিশ্বের যে দেশগুলিতে কোভিডের সংক্রমণ সবথেকে ভয়ঙ্কর রূপ নিয়েছে, সেখানে আমাদের মজুত করে রাখা এই লাখ লাখ টিকা সরবরাহ করা হোক ৷’’