নয়াদিল্লি, 6 জুলাই : করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরের চিকিৎসায় (Post Covid Treatment) সাফল্য পেলেন বিজ্ঞানীরা ৷ ইঁদুরদের উপর সেই চিকিৎসা প্রয়োগ করার পর তা যথেষ্ট কার্যকরী হয়েছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন ৷
ন্য়াশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণার রিপোর্ট ৷ সেই গবেষণায় মডেল হিসেবে কয়েকটি প্রাণীকে ব্যবহার করা হয়েছে ৷ করোনা ভাইরাসে আক্রান্ত সেই মডেলগুলিকে প্রোটেস উৎসেচকের নিরোধক দিয়ে চিকিৎসা করা হয় ৷ তার ফলে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আক্রান্ত প্রাণীগুলির বেঁচে থাকার সংখ্যা ৷ আর কমেছে ফুসফুসের সংক্রমণ ৷ গবেষণায় দাবি করা হয়েছে যে, এই প্রোটেস উৎসেচকগুলি এক ধরনের অ্যান্টি ভাইরাল ওষুধ যা সংক্রমণকারী উৎসেচকগুলিকে এক জায়গায় বেঁধে রেখে তার প্রোটিন সক্রিয় হওয়াকে আটকায়, এ ভাবে সেই ওষুধ সংক্রমণ বৃদ্ধিকে প্রতিরোধ করে ৷
আরও পড়ুন:দেশে 111 দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ, আরও বাড়ল সুস্থতার হার
আমেরিকার কানসাস স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইয়ুনজেয়ং কিম জানিয়েছেন, "করোনা ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত বিড়ালদের চিকিৎসায় আমরা প্রোটেস প্রতিরোধক জিসি376 তৈরি করেছি ৷ যখন কোভিড 19 ছড়িয়ে পড়েছিল, বহু গবেষক তখন দাবি করেছিলেন যে, এই নিরোধক করোনা ভাইরাসের কারণে হওয়া কোভিড 19-এর ক্ষেত্রেও কার্যকরী ৷ অনেকেই এখন এই নিরোধককে চিকিত্সায় ব্যবহারের চেষ্টা চালাচ্ছে ৷"
আরও পড়ুন:বাস চলছে, জিমও খুলেছে, তবু নিম্নমুখী দৈনিক সংক্রমণ
আমেরিকার গবেষকরা জানিয়েছেন, তাঁদের দল ডিউটারেশন টুলের মাধ্যমে জিসি376-এর কার্যকারিতা সার্স-কভ-2-এর ক্ষেত্রে কতটা তার পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছেন ৷ ইঁদুরদের করোনায় আক্রান্ত হওয়ার 24 ঘণ্টা পর এই চিকিৎসা শুরু করে দেখা গিয়েছে যে, তাদের বেঁচে থাকার হার ওষুধ না-দেওয়া সংক্রমিত ইঁদুরদের থেকে অনেকটা বেশি ৷ কানসাস স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক কিয়ং-ওকে চ্যাঙের কথায়, "সার্স-কভ-2-এ আক্রান্ত ইঁদুরদের উপর ডিউটারেটেড জিসি376 প্রয়োগ করার ফলে বেঁচে থাকার হার অনেক বেড়ে গিয়েছে ৷ ফুসফুসে সংক্রমণবৃদ্ধি কমছে এবং ওজন কমছে ৷ এর ফলে অ্যান্টিভাইরাল কম্পাউন্ডে সাফল্য ধরা পড়েছে ৷"