পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মাইক্রোসফ্ট সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সত্য নাদেলা - Microsoft news

সিইও’র পর এবার মাইক্রোসফ্ট সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেলাকে ৷ সংস্থার ডিরেক্টর বোর্ডের সর্বসম্মতিতে তাঁকে এই গুরুভার দেওয়া হয়েছে ৷ যেখানে তাঁর প্রধান দায়িত্ব সংস্থার বোর্ড মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তকে কার্যকর করার ক্ষেত্রে তার রূপরেখা বাতলে দেওয়া এবং সমগ্র বিষয়টিতে নেতৃত্ব প্রদান করা ৷

satya-nadela-has-been-appointed-as-the-chairman-of-microsoft
মাইক্রোসফ্ট সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সত্য নাদেলা

By

Published : Jun 17, 2021, 2:14 PM IST

নিউইয়র্ক, 17 জুন : মাইক্রোসফ্ট- এর সিইও সত্য নাদেলাকে এবার সংস্থার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল ৷ সংস্থার চেয়ারম্যান করা হয়েছে তাঁকে ৷ ফলে এবার থেকে মাইক্রোসফ্ট-এর বোর্ড মিটিংয়ে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনিই নেতৃত্ব দেবেন ৷ সত্য নাদেলার ঠিক করে দেওয়া এজেন্ডায় কাজ করবেন মাইক্রোসফ্ট-এর বোর্ড মেম্বাররা ৷ বুধবার মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেলাকে সর্বসম্মতিতে বোর্ডের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টররা মাইক্রোসফ্ট-এর চেয়ারম্যান বেছে নিয়েছেন ৷

তবে, শুধু সত্য নাদেলা নন ৷ সেই সঙ্গে জন ডব্লু থম্পসনকে মাইক্রোসফ্ট-এর প্রধান স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর করা হয়েছে ৷ প্রসঙ্গত, 2012-2014 সাল পর্যন্ত থম্পসন এই দায়িত্ব পালন করেছেন ৷ মাইক্রোসফ্ট-এর তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, চেয়াম্যানের দায়িত্বে নাদেলা সংস্থার এজেন্ডা নির্ধারণে বোর্ড সদস্যদের নেতৃত্ব দেবেন ৷ সংস্থার ব্যবসায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনাকে বাস্তবায়িত করাই মূল উদ্দেশ্য ৷ সেই সঙ্গে বোর্ডের সিদ্ধান্তে কোনও ঝুঁকি থাকলে তা নির্ধারণ করা এবং তার থেকে বেরিয়ে আসার পথ বাতলে দেবেন ৷

আরও পড়ুন : আদিবাসী ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

সেই সঙ্গে সংস্থার প্রধান স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর পদ ফিরে পেয়েছেন জন থম্পসন ৷ যেখান থেকে তিনি বোর্ড মিটিংয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত পেশ করতে পারবেন এবং সংস্থার বোর্ডের নেওয়া সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করবেন ৷ সেই সঙ্গে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টরদের মিটিং ডাকা, এক্সিকিউটিভ সেশনের নীতি নির্ধারণ এবং সর্বপরি সিইও-র নেতৃত্বে নেওয়া সিদ্ধান্তের মূল্যায়ন করার অধিকার রয়েছে জন থম্পসনের ৷

ABOUT THE AUTHOR

...view details