ওয়াশিংটন, 14 অগস্ট :মহাত্মা গান্ধিকে (Mahatma Gandhi) মরণোত্তর কংগ্রেসেশনাল গোল্ড মেডেল দেওয়া হোক ৷ এমনটাই চান মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার এক প্রভাবশালী সদস্য ৷ তাই তিনি শুক্রবার মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব আবার নিয়ে এসেছেন ৷ তাঁর দাবি, বিশ্বে অহিংসা ও শান্তির যে বার্তা গান্ধিজী ছড়িয়ে দিয়েছিলেন, তার জন্যই তাঁকে এই সম্মান দেওয়া উচিত ৷
মার্কিন যুক্তরাষ্ট্রে এই কংগ্রেশনাল গোল্ড মেডেল সর্বোচ্চ নাগরিক সম্মান ৷ সেই সম্মান যদি মরণোত্তর হিসেবে গান্ধিজীকে দেওয়া হয়, তার থেকে ভাল খবর আর ভারতবাসীর কাছে কী হতে পারে ৷ বিশেষ করে আগামিকাল ভারতের স্বাধীনতা দিবস ৷ 74 পেরিয়ে 75-এ পা দিচ্ছে স্বাধীন ভারত ৷ তখন এই মার্কিন সম্মান দেওয়ার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার ৷
আরও পড়ুন :UNSC-Modi : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভায় জল-বিবাদ মেটানোর বার্তা সভাপতি মোদির
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের ওই সদস্যের নাম ক্যারোলিন বি মালোনে (Carolyn B. Maloney) ৷ তিনি এই প্রস্তাব মার্কিন কংগ্রেসে পেশ করার পর জানান, মহাত্মা গান্ধির অহিংস সত্যাগ্রহ আন্দোলন একটি দেশকে অনুপ্রাণিত করেছিল ৷ এমনকী, সারা বিশ্বও ওই অহিংস আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিল ৷ তাঁর এই উদাহরণ অন্যদের জন্য কাজ করতে অনুপ্রেরণা জোগায় ৷
তবে শুক্রবার মার্কিন কংগ্রেসে এটুকু বলেই থেমে যাননি ওই মহিলা সদস্য ৷ বরং জানিয়েছেন, বর্ণবৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের আন্দোলন থেকে নেলসন ম্যান্ডেলার আন্দোলন গান্ধিজীর কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছে ৷ একই সঙ্গে মেলানো জানিয়েছেন যে, তিনিও গান্ধিজীর রেখে যাওয়া উদাহরণ থেকে একজন জনপ্রতিনিধি হিসেবে অনুপ্রাণিত হন ৷ তাই তিনি চান এই বিশ্বকে পরিবর্তন করতে গান্ধিজীর দেখানো পথেই হাঁটা হোক ৷
আরও পড়ুন :Jeff Bezos: মহাকাশ ঘুরে এসে কর্মীদের কুর্নিশ, কটাক্ষের মুখে অ্যামাজন কর্তা বেজোস
এখানে উল্লেখ করা প্রয়োজন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ নাগরিক সম্মান এর আগে পেয়েছেন জর্জ ওয়াশিংটন, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, মাদার টেরেসা এবং রোজা পার্কের মতো বিশিষ্ট ব্যক্তিরা ৷ কিন্তু কখনও কোনও ভারতীয়কে এই সম্মান দেওয়া হয়নি ৷ গান্ধিজীকে যদি মরণোত্তর হিসেবে এই সম্মান দেওয়া হয়, তাহলে তিনিই হবেন প্রথম ভারতীয়, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ৷