পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Chewing Gum to cut Covid Transmission : করোনা ঠেকাতে চিউয়িং গাম চিবোন - করোনা ভাইরাস

করোনার সংক্রমণ ঠেকাতে অভিনব দাওয়াই ৷ বিশেষ ধরনের চিউয়িং গাম তৈরি করছেন বিজ্ঞানীরা (Chewing Gum to cut Covid Transmission) ৷ তাঁদের দাবি, এই চিউয়িং গাম চিবোলে কোভিড-19 (COVID-19) সংক্রমণের হোতা সার্স-কোভ-2 ভাইরাসকে (SARS-CoV-2 virus) মুখের মধ্যেই ঠেকিয়ে ফেলা সম্ভব হবে ৷

researchers developing chewing gum to cut covid transmission
Chewing Gum to cut Covid Transmission : চিউয়িং গাম চিবিয়ে রোখা হবে করোনার সংক্রমণ

By

Published : Dec 6, 2021, 7:54 PM IST

ওয়াশিংটন , 6 ডিসেম্বর : করোনার সংক্রমণ আটকাতে বিজ্ঞানীদের নয়া দাওয়াই চিউয়িং গাম ! ঠিকই পড়ছেন ৷ শোনা যাচ্ছে, গবেষকরা নাকি এমন একটি চিউয়িং গাম তৈরি করছেন, যা চিবোলে কোভিড-19 (COVID-19) সংক্রমণের হোতা সার্স-কোভ-2 ভাইরাসকে (SARS-CoV-2 virus) মুখের মধ্যেই ঠেকিয়ে ফেলা সম্ভব হবে (Chewing Gum to cut Covid Transmission) ৷ মুখ থেকে তার আর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পাবে না ৷ এক ধরনের উদ্ভিদ প্রোটিন ব্যবহার করে এই চিউয়িং গাম প্রস্তুত করা হচ্ছে ৷

আরও পড়ুন :Omicron Patient in Delhi : কোভিড টিকার দু’টি ডোজ নেওয়ায় স্থিতিশীল দিল্লির ওমিক্রন আক্রান্ত

বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পরও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এঁদের মধ্যে হয় ভাইরাসের মৃদু উপসর্গ থাকছে, অথবা তাঁরা একেবারেই উপসর্গহীন ৷ কিন্তু, এঁরাও ভাইরাসের বাহক ৷ যাঁরা এখনও পর্যন্ত করোনার টিকা নেননি, তাঁদের আশপাশে এমন উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত কোভিড আক্রান্তরা যথেষ্ট বিপজ্জনক ৷

আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরি ড্যানিয়েল এই প্রসঙ্গে বলেন, ‘‘কোভিডের ভাইরাস স্যালিভ্য়ারি গ্ল্যান্ডে ঘাঁটি গেড়ে বসে থাকে ৷ যখন আক্রান্ত ব্যক্তি হাঁচেন, বা কাশেন, বা কথা বলেন, তখনই সেই ভাইরাস আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ কিন্তু, আমরা যে চিউয়িং গাম তৈরি করছি, সেটি চিবোলে তাতেই ওই ভাইরাস আবদ্ধ হয়ে যাবে ৷ এভাবে খুব সহজেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে অন্যদের মধ্যে করোনার সংক্রমণ অনেকাংশে রোখা সম্ভব হবে ৷’’

আরও পড়ুন :Centre Letter on Covid-19 : সংক্রমণ ও মৃত্যু বাড়ায় একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের

হেনরি ড্যানিয়েল তাঁর গবেষণাগারেই উদ্ভিদের উপাদান থেকে এই প্রোটিনটি তৈরি করেছেন ৷ তাঁর আবিষ্কার নয়া দিশা দেখাচ্ছে বলেই দাবি গবেষকদের ৷ তাঁরা মনে করেন, এই পদ্ধতিতে উদ্ভিদ থেকে প্রোটিন তৈরি করতে পারলে ওষুধের উৎপাদন খরচে এক ধাক্কায় অনেকটাই কমে যাবে ৷ সূত্রের খবর, কোভিড প্রতিরোধী চিউয়িং গাম ছাড়াও আরও একটি চিউয়িং গাম তৈরি করছেন ড্যানিয়েল এবং তাঁর সহকর্মী হিউন কু ৷ যা আগামী দিনে দাঁতের নোংরা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details