পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জইশ কাপুরুষোচিত আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত, রাষ্ট্রসংঘের বিবৃতিতে সই চিনের - China

পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে স্বাক্ষর চিনের

রাষ্ট্রসংঘ

By

Published : Feb 23, 2019, 10:02 AM IST

Updated : Feb 23, 2019, 11:00 AM IST

দিল্লি ও নিউইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে স্বাক্ষর করল চিন। পাশাপাশি চিনের বক্তব্য, জইশ-ই-মহম্মদ ঘৃণ্য ও কাপুরুষোচিত আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত।

২০০২ সালে জইশ-ই-মহম্মদকে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি সংগঠনের তালিকায় ঢোকানো হয়। দীর্ঘদিন ধরে জইশের মাথা মাসুদ আজ়হারকে তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। কিন্তু, প্রতিবারই চিনের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। পুলওয়ামা হামলার পরও নিজেদের অবস্থানে অনড় থাকে চিন। শহিদ জওয়ানদের প্রতি সমবেদনা জানালেও মাসুদ আজ়হারকে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার বিরোধিতা করে তারা। চিনের বাধায় সেই প্রক্রিয়া এখনও থমকে রয়েছে।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব পেশ করে ফ্রান্স। তা সমর্থন করে অ্যামেরিকা, ব্রিটেন, রাশিয়া। কিন্তু, ফের সেই প্রস্তাবে সায় দেয়নি চিন।

Last Updated : Feb 23, 2019, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details