পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Joe Biden : 31 অগস্টই সেনা প্রত্যাহারের শেষ দিন, ঘোষণা বাইডেনের - সেনা প্রত্যাহার

সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট বাইডেন ৷ 31 অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ৷

প্রেসিডেন্ট জো বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন

By

Published : Aug 25, 2021, 8:56 AM IST

ওয়াশিংটন, 25 অগস্ট : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার শেষ তারিখ 31 অগস্টই, জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) ৷ এর মধ্যে আমেরিকার নাগরিক, আতঙ্কে থাকা আফগানবাসী এবং অন্য যাঁরা তালিবান-অধিকৃত কাবুল ছেড়ে চলে যেতে চান, তাঁদের সবাইকে নিরাপদে বিমানে নিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন তিনি ৷

হোয়াইট হাউজ়ে জো বাইডেন জানান, 14 অগস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় 70 হাজার 700 জনকে আফগানিস্তান থেকে বের করে আনা হয়েছে ৷ তালিবান সংক্রান্ত বিষয়ে আমাদের পদক্ষেপে সম্মতি জানিয়েছে জি-7-এর নেতারা, ইইউ (EU), ন্যাটো (NATO), রাষ্ট্রপুঞ্জ (United Nations) ৷ আমরা তালিবানদের প্রতিটি কার্যকলাপ বিচার করে দেখব ৷ তাদের প্রতিটি আচরণের পরিপ্রেক্ষিতে আমরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেব ৷

আমরা 31 অগস্টে কাজ শেষের কথা মাথায় রেখে প্রতিদিন কাজ করছি ৷ যত তাড়াতাড়ি শেষ করব, ততই ভাল হবে ৷ কিন্তু এটা নির্ভর করছে তালিবানের সহযোগিতার উপর ৷ যারা বিমানবন্দরে যেতে চায়, তাদের যেন বাধা না দেওয়া হয় ৷

জো বাইডেন বলেন, "প্রত্যেক দিন আমরা নতুন করে বুঝতে পারছি যে আইএসআইএস (ISIS-K) বিমানবন্দরকে নিশানা বানিয়েছে ৷ যে কোনও সময় তারা আমেরিকা ও মিত্র দেশের সেনাবাহিনী এবং সাধারণ নাগিরকের উপর হামলা চালাতে পারে ৷" আফগানিস্তান কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ (Islamic State group) বা আইএস-কে (IS) স্বীকৃতি দিয়েছে ৷ তিনি বলেন, "এটা খুবই ক্ষণভঙ্গুর সময় ৷ সময় যত এগোবে, আমরা ততই ঝুঁকির দিকে এগোতে থাকব ৷"

আরও পড়ুন : BRICS and G7 : দোভালের নেতৃত্বে বৈঠক, তালিবানি আফগানিস্তান নিয়ে চিন্তিত ব্রিকস

কাবুলে (Kabul) তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Taliban spokesman Zabihullah Mujahid) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "আমেরিকাকে তার নিজের ঠিক করা সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে ৷ এর পর আমরা আফগানবাসীদের এখান থেকে যেতে দেব না ৷" তিনি এও জানিয়েছেন আফগানদের বিমানবন্দরে পৌঁছাতে বাধা দেওয়া হবে ৷

2001-এর অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ এপ্রিল মাসে শেষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Former President Donald Trump) তালিবানের সঙ্গে সমঝোতা করে এ বছরের মে মাসে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details