ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : আমেরিকা সেনা প্রত্যাহার করলেও সন্ত্রাস দমনে ভারত আর আমেরিকা একে অপরকে সাহায্য করতে পারে, জানালেন ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি (Raja Krishnamoorthi) ৷ আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিলেও জঙ্গি দমন অভিযান চালিয়ে যাওয়া উচিত আমেরিকার ৷ তা না হলে আফগানিস্তান ফের আইএসআইএস (ISIS) আর আল কায়দা (Al-Qaeda) জঙ্গি গোষ্ঠীর স্বর্গরাজ্যে পরিণত হবে বলে মনে করেন কৃষ্ণমূর্তি ৷
ইলিনয়েস (Illinois) থেকে 3 বার কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ৷ হাউজ অফ পার্লামেন্ট সিলেক্ট কমিটির গোয়েন্দা কমিটির (House Permanent Select Committee on Intelligence) প্রথম ভারতীয়-আমেরিকান (Indian-American lawmaker) সদস্য কৃষ্ণমূর্তি ৷
সংবাদমাধ্যমে তিনি জানান, ভারত আর আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাতে গোয়েন্দা দফতরের সংগৃহীত তথ্য আদানপ্রদান করতে পারে ৷ তিনি বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ৷ তাতে শুধুমাত্র ভারত-আমেরিকা অংশগ্রহণ করবে না, বিশ্বের অন্য বন্ধুদেশগুলিও যোগ দিতে পারে ৷"