ওয়াশিংটন, 7 জুন : মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিমান ৷ গুয়াতেমালার উদ্দেশে রওনা দিয়েছিলেন হ্যারিস ৷ জো বাইডেনের ডেপুটি হিসেবে এটি তাঁর প্রথম আন্তর্জাতিক সফর ৷ কিন্তু সমস্যা দেখা দেওয়ায় বিমানের জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট ৷
ঘটনার পর ওয়াশিংটনের থেকে দূরে জয়েন্ট বেসড অ্যান্ড্রুজে ফিরে আসে বিমানটি ৷ বিমান থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হ্যারিস বলেন, "আমি একদম ঠিক আছি ৷ আমরা সবাই প্রার্থনা করছিলাম ৷ সকলেই সুস্থ আছি ৷" রবিবার সন্ধ্যায় অন্য একটি বিমানে করে গুয়াতেমালার উদ্দেশে রওনা দেন হ্যারিস ৷ তাঁর মুখপাত্র সাইমন স্যান্ডার্স জানিয়েছেন, এই ঘটনায় ভাইস প্রেসিডেন্টের ভ্রমণে তেমন বিলম্ব হয়নি ৷ কমলা হ্যারিসের সঙ্গে বিমানে থাকা এক সাংবাদিক জানিয়েছেন, বিমান টেক অফ করার সময় একটা অস্বাভাবিক শব্দ শোনা গিয়েছিল ৷ চলতি সপ্তাহে গুয়াতেমালা এবং মেক্সিকো সফর রয়েছে হ্যারিসের ৷