নিউইয়র্ক , 12 ডিসেম্বর : ব্রিটেন, কানাডা, মেক্সিকো-র মতো দেশগুলির পর ফাইজ়ার-বায়োনটেকের কোরোনা টিকাকে গতরাতেই সবুজ সংকেত দিয়েছে অ্যামেরিকা । এর ঠিক কয়েক ঘণ্টা পরেই টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প । এই খবরটিকে তিনি "মেডিকেল মিরাকেল " হিসাবে প্রশংসা করেন এবং জানিয়ে দেন 24 ঘণ্টারও কম সময়ে প্রথম টিকা দেওয়া হবে ।
টুইটারে ভিডিয়ো প্রকাশ করে তিনি লেখেন , "এটা সত্যিই ভালো খবর । ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে । এটা মেডিকেল মিরাকেল । এর ফলে বহু মানুষ প্রাণে বাঁচবে । এই কাজের জন্য আমি সমস্ত অ্যামেরিকাবাসীর তরফে বিজ্ঞানী , চিকিৎসক , টেকনিশিয়নদের ধন্যবাদ জানাচ্ছি । তাঁদের জন্যই আজ এটা সম্ভব হয়েছে । 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রথম টিকা দেওয়া হবে । "
একমাস আগেই ট্রাম্প ফাইজ়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন । বলেছিলেন , অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর (FDA) এবং ফাইজ়ার ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে ভ্যাকসিন বাজারে আসতে দেয়নি ।
এর আগে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো । এরপরেই ষষ্ঠ দেশ হিসাবে ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিল অ্যামেরিকা ।