লন্ডন, 2 ফেব্রুয়ারি : জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োএনটেক এবং মার্কিন ফার্মা কোম্পানি ফাইজ়ার তাদের করোনার ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিল ৷ এবছর তারা 2 বিলিয়ন কোরোনার ভ্যাকসিন তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছেন ৷ বিশ্বজুড়ে ভ্যাকসিনের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বায়োএনটেক এবং ফাইজ়ার ৷
বায়োএনটেকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‘বিশ্বজোড়া চাহিদার জোগান দিতে, আমরা 2021 সালে 2 বিলিয়ন করোনার ভ্যাকসিনের ডোজ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছি ৷ এর আগে 1.3 বিলিয়ন ভ্যাকসিনের ডোজের ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’ ওই মেডিক্যাল সংস্থার বিবৃতি অনুযায়ী, তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর করতে পারায় খুব ভালো উন্নতি হয়েছে ৷