হিউস্টন, 22 সেপ্টেম্বর : অ্যামেরিকান সংস্থা টেলিউরিয়ানে 250 কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিল ভারতের LNG(লিকুয়িফাইড ন্যাচরাল গ্যাস) আমদানিকারী সংস্থা পেট্রোনেট ৷ এর ফলে বছরে 5 মিলিয়ন টন LNG আমদানি করতে পারবে ভারত ৷
অ্যামেরিকা সফরে গিয়ে দেশে বিনিয়োগ টানতে 17টি শক্তি উৎপাদনকারী সংস্থাগুলির CEO-দের সঙ্গে গতকাল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে ভারতের আর্থিক নীতি ও সংস্কারের প্রশংসা করেন সংস্থাগুলির প্রতিনিধিরা ৷ সেই বৈঠকেই MoU স্বাক্ষর করে টেলিউরিয়ান ও পেট্রোনেট ৷ লুজ়িয়ানাতে টেলিউরিয়ানের প্রস্তাবিত ড্রিফটউড প্রোজেক্টে এই বিনিয়োগ করেছে পেট্রোনেট ৷ এরপর টেলিউরিয়ানের CEO ও প্রেসিডেন্ট মেগ জেন্টল বলেন, "প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ার ফলে ভারতের আর্থিক বৃদ্ধির হারে গতি আসবে ৷ স্বচ্ছ পরিবেশের পাশাপাশি মোদির 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণও হবে ৷ "