পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনো আক্রান্ত ইভাঙ্কা ট্রাম্পের আপ্তসহায়ক - Personal Assistant of Ivanka Trump tests positive

বিগত প্রায় কয়েক সপ্তাহ ধরে ওই আপ্তসহায়কের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি ইভাঙ্কা ট্রাম্পের ।

Ivanka Trump
ইভাঙ্কা ট্রাম্প

By

Published : May 9, 2020, 6:39 PM IST

ওয়াশিংটন, 9 মে : কোরোনা আক্রান্ত ট্রাম্পকন্যা ইভাঙ্কার আপ্তসহায়ক । ইভাঙ্কা ট্রাম্পের ওই আপ্তসহায়ক হোয়াইট হাউজ়ের প্রবীণ উপদেষ্টাদের মধ্যেও অন্যতম । আজই তাঁর শরীরে নোভেল কোরোনা ভাইরাসের সংক্রমণের খবর সামনে এসেছে ।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত খবর অনুযায়ী, বিগত প্রায় কয়েক সপ্তাহ ধরে ওই আপ্তসহায়কের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি ইভাঙ্কা ট্রাম্পের । এদিকে আজই অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখপাত্র কেটি মিলারের শরীরে কোরোনার সংক্রমণের খবর নিশ্চিত হয়েছে ।

এখনও পর্যন্ত অ্যামেরিকায় 13 লাখেরও বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, 78 হাজারেরও বেশি মানুষ অ্যামেরিকায় কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন । হোয়াইট হাউজ়ের সংবাদ মাধ্যম সংক্রান্ত বিষয়ক সচিব, কেলিগ ম্যাকএনানি গতরাতে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হোয়াইট হাউজ়ে কর্মরত আধিকারিকদের ভাইরাসের কবল থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

ইভাঙ্কার আপ্তসহায়কের শরীর ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই, প্রেসিডেন্ট কন্যা, তাঁর স্বামী জারেড কুশনার ও অন্য এক প্রবীণ উপদেষ্টার শরীরে ভাইরাসের সংক্রমণ আছে কি না, তা পরীক্ষা করা হয় । তিনজনের কারও শরীরেই ভাইরাসের সংক্রমণের কোনও হদিস মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details