নিউ ইয়র্ক, 3 জুন : বিশ্বের বিভিন্ন দেশজুড়ে চলছে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' বিক্ষোভ ৷ সকলের মুখে একটাই স্লোগান 'আমি নিশ্বাস নিতে পারছি না ৷' তবে, বর্ণবিদ্বেষের জেরে আক্রমণ এই প্রথম নয় ৷ বহু দেশে কৃষ্ণাঙ্গ মানুষদের বিভিন্ন কারণে আক্রমণের শিকার হতে হয়েছে ৷ ভারতে দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, এই অভিযোগও উঠেছে একাধিকবার ৷ পুরুষতান্ত্রিক সমাজে আক্রমণের শিকার নারীরাও ৷ বিগত কয়েক বছর ধরে সমকামী সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণের ছবিও বার বার উঠে এসেছে শিরোনামে ৷ সোশাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড় ৷
কোনও ঘটনার পর কিছুদিন সোশাল মিডিয়ায় ও বিশ্বের রাস্তায় রাস্তায় চলে মিছিল, বিক্ষোভ ৷ তারপরই সব ভুলে যায় মানুষ ৷ আবার সাধারণ ছন্দে ফিরতে থাকে সব কিছু ৷ তারপরই জর্জ ফ্লয়েডের মতো মানুষের মৃত্যু মনে করিয়ে দেয় আসলে কিছুই ঠিক হয়নি এখনও ৷ সব রয়েছে আগের মতোই ৷ ক্ষমতার জোরে এখনও পিষে মারা হচ্ছে কিছু সম্প্রদায়ের মানুষকে ৷ ফের তা-ই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন জর্জ ফ্লয়েড ৷
জর্জ ফ্লয়েডের মৃত্যুর কয়েক দিন পর পুলিশ অফিসার ডেরেক শভিন ও আরও তিন অফিসারকে বরখাস্ত করা হয় ৷ এই ঘটনা শুধুমাত্র মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেনি, মিনেপলিসের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ এছাড়া কৃষ্ণাঙ্গ অ্যামেরিকানদের উপর বর্ণবিদ্বেষের জেরে আক্রমণের উপরও প্রশ্ন তুলতে শুরু করেছে ৷