পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার পাকিস্তান ও চিনের চেষ্টা বিফলে - india

370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই দাবি অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠক হয় গতকাল সন্ধ্যায় ৷ তবে সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় ।

পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয়

By

Published : Aug 17, 2019, 4:16 PM IST

নিউ ইয়র্ক, 17 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান ও চিন জোর চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার । 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই দাবি অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠক হয় গতকাল সন্ধ্যায় ৷ তবে সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় ।

বৈঠকের জন্য মঙ্গলবার নিরাপত্তা পরিষদে চিঠি দেয় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ এরকম আনুষ্ঠানিক বৈঠকের জন্য সংশ্লিষ্ট প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের কমপক্ষে 9টি সদস্য রাষ্ট্রের দ্বারা গৃহীত হতে হয় ৷ এক্ষেত্রে চিন পাশে দাঁড়ালেও নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের সমর্থন টানতে ব্যর্থ হয় পাকিস্তান ৷ এরপর জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের বিষয়ে "রুদ্ধদ্বার আলোচনা"-র জন্য গতকাল নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন ৷

সূত্রের খবর, রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তান ও চিনের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দাবি সমর্থন জানায় গ্রেট ব্রিটেন । অবশ্য নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ কাশ্মীর ইশুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলে জানায় । আর এর জেরে জম্মু ও কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক করার চেষ্টা বিফল হয় ।

এর আগে 370 ধারা নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দেশ পোল্যান্ডের কাছে ধাক্কা খায় পাকিস্তান । পোল্যান্ডের বিদেশ মন্ত্রী বলেন, "কীভাবে পরিস্থিতির উন্নতি হতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে পোল্যান্ড ৷ এক্ষেত্রে উভয় দেশের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখা হবে ৷ উভয় দেশের মধ্যে যে সমস্যা রয়েছে, শুধুমাত্র আলোচনার মধ্য দিয়েই তার সমাধান সম্ভব ৷" পোল্যান্ডের এই বিবৃতি পাকিস্তানের কাছে বড় ধাক্কা ছিল ।

5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয় । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । এর পর থেকেই এই বিষয়টি হজম না করতে পেরে পাকিস্তান ও চিন বিভিন্ন পদক্ষেপ করছে ।

ABOUT THE AUTHOR

...view details