পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অ্যামেরিকায় ভারতের পরবর্তী বিদেশসচিব শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের - ভারতের পরবর্তী বিদেশ সচিব

একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন শ্রিংলা । অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন ।

trump
trump

By

Published : Jan 12, 2020, 8:23 AM IST

ওয়াশিংটন, 12 জানুয়ারি : ভারতের পরবর্তী বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নিতে চলছেন হর্ষবর্ধন শ্রিংলা । হোয়াইট হাউসের ওভাল অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে ৷ তিনি সাক্ষাৎ করেন ট্রাম্পের সঙ্গে ৷ অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে অবসর নিচ্ছেন তিনি ৷

একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন শ্রিংলা । বাংলাদেশে হাই কমিশনার পদে কাজ করেছেন । থাইল্যান্ডেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি । এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইজ়রায়েল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন ।

হর্ষবর্ধন শ্রিংলা 1984 সালের IFS অফিসার ৷ শৃঙ্খলা কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন তিনি ৷ শ্রিংলা নয়াদিল্লি ও বিদেশে ভারতীয় দূতাবাসের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details