ওয়াশিংটন, 7 জানুয়ারি: আমেরিকায় ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরব হলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন । এই ঘটনাকে অ্যামেরিকার গণতন্ত্রের উপর অভূতপূর্ব হামলা বলে সমালোচনা করলেন তিনি ।
আমাদের গণতন্ত্র অভূতপূর্ব হামলার শিকার : বাইডেন - জো বিডেন
বিশৃঙ্খল এই পরিস্থিতিকে সামাল দিতে ট্রাম্পকে জাতীয় টেলিভিশনে এসে বক্তব্য রাখার আবেদন জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় টেলিভিশনে এসে এই বিক্ষোভকারীদের শান্ত করুন।"
20 জানুয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন । তার আগে আজ ক্যাপিটল বিল্ডিংয়ে যৌথ অধিবেশন চলার সময় তার বাইরে ভিড় করতে শুরু করেন রিপাবলিকানরা । পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা আঁচ করতে পেরে আগে থেকেই ক্যাপিটল হিলসে মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত পুলিশ ও ন্যাশনাল গার্ড । তাতেও লাভ হয়নি ।বিক্ষোভ দেখাতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যে ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা । মৃত্যু হয় চারজনের ।
বিশৃঙ্খল এই পরিস্থিতিকে সামাল দিতে ট্রাম্পকে জাতীয় টেলিভিশনে এসে বক্তব্য রাখার আবেদন জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় টেলিভিশনে এসে এই বিক্ষোভকারীদের শান্ত করুন । প্রতিবাদের নামে ভাঙচুর চলছে । নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটা কোনও প্রতিবাদ নয়, সরাসরি বিদ্রোহ।"