পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

খতম লাদেন-পুত্র হামজ়া - Al-Qaeda

গতকাল অ্যামেরিকার তরফে জানানো হয়েছে ওসামা বিন লাদেনের পুত্র হামজ়া বিন লাদেনকে খতম করা হয়েছে ৷ ওসামা বিন লাদেনের 20 জন সন্তানের মধ্যে 15 তম সন্তান ছিল বছর তিরিশের হামজ়া ৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিল সে ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে, অ্যামেরিকা ঘোষণা করে, হামজ়ার মাথার দাম 10 লাখ ডলার ৷ ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরি নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷

ফাইল ফোটো

By

Published : Aug 1, 2019, 8:52 AM IST

Updated : Aug 1, 2019, 10:14 AM IST

ওয়াশিংটন, 1 অগাস্ট : খতম ওসামা বিন লাদেনের পুত্র হামজ়া বিন লাদেন ৷ গতকাল অ্যামেরিকার তরফে একথা জানানো হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত মৃত্যুর সময় ও জায়গা সম্পর্কিত কোনও তথ্য তারা জানানো হয়নি ৷

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল অ্যামেরিকার তিনজন প্রশাসনিক আধিকারিক হামজ়া বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ৷ তবে জায়গা ও সময় সম্পর্কিত কোনও তথ্য তাঁরা দেননি ৷ যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাই না ৷"

ওসামা বিন লাদেনের 20 জন সন্তানের মধ্যে 15 তম সন্তান ছিল বছর তিরিশের হামজ়া ৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিল সে ৷ ধীরে ধীরে আল কায়দার নেতা হয়ে উঠছিল ৷ একটি ভিডিয়োতেও হামজ়াকে অ্যামেরিকা ও অন্যান্য দেশের উপর আক্রমণের কথা বলতে দেখা যায় ৷ সেই ভিডিয়োতে 2011 সালে পাকিস্তানে তার বাবার মৃত্যুর বদলার কথা বলেছিল ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে, অ্যামেরিকা ঘোষণা করে, হামজ়ার মাথার দাম 10 লাখ ডলার ৷

অ্যাবোটাবাদে ওসামার বাড়িতে তল্লাশি চালিয়ে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেখানেই প্রশিক্ষণ চলছিল হামজ়ার ৷ এছাড়া ইরানে আল কায়দার একজন বর্ষীয়ান সদস্যের মেয়ের সঙ্গে তার বিয়ের ভিডিয়ো খুঁজে পায় অ্যামেরিকার সেনা ৷ প্রাথমিক সূত্রে খবর আসে, ইরানে গৃহবন্দী ছিল হামজ়া ৷ পরে গোয়েন্দা সূত্রে জানা যায়, পাকিস্তান,আফগানিস্তান ও সিরিয়ায় তার অবাধ বিচরণ ছিল ৷ 9/11-এর হামলার আগে আফগানিস্তানে বাবার পাশে থেকেই অস্ত্র পরিচালনা শিখেছিল হামজ়া ৷ সেইসময় প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে অ্যামেরিকা, ইহুদি, ক্রুসেডার-দের বিরুদ্ধে একাধিক ভিডিয়ো বার্তা দেওয়া শুরু করে ৷

2016 সালে আল কায়দা একটি ভিডিয়ো বার্তা দেয় ৷ যেখানে দেখা যায়, হামজ়া ISIS ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে ৷ বলে, গোটা বিশ্ব এখন মুসলিম বিরোধিতায় সরব হয়েছে ৷ তাই সবাই এখন একত্রিত হও ৷"এছাড়াও একাধিক ভিডিয়োতে সৌদি আরবের যুবকদের রাজশাসন উৎখাত করে যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য আল কায়দায় নাম লেখানোর বার্তা দেয় হামজ়া ৷

ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরি নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল ৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷ এর জেরে 2017 সালে তাকে কালো তালিকাভুক্ত করে অ্যামেরিকা ৷

Last Updated : Aug 1, 2019, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details