ওয়াশিংটন, রটারড্যাম: দ্রুত গতিতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বড়দিনের আনন্দ ফিকে ওমিক্রনের আতঙ্কে (Omicron dampens Christmas cheer) ৷ উৎসবের মরসুমে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া রুখতে বিশ্বজুড়ে তৎপর বিভিন্ন দেশ ৷ নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা ৷ ফের ফিরছে লকডাউন ৷
নেদারল্যান্ডসে লকডাউন
ওমিক্রন আবহে বড়দিনে ও নতুন বছরের সেলিব্রেশনে জটলা এড়াতে লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস (Lockdown in Netherlands) ৷ সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুট নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব দোকানপাট, রেস্তোরাঁ, স্যালোঁ, জিম, মিউজিয়াম ও অন্যান্য পাবলিক প্লেস অন্তত 14 জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন ৷ রটারড্যামে শহরের প্রধান ফুটবল স্টেডিয়ামের বাইরে খেলা দেখতে আসা দর্শকদের সরাতে জলকামান ছুড়েছে পুলিশ ৷ জনতা পুলিশকে লক্ষ্য করে বোতল ও বাজি ছোড়ায় বেশ কয়েকজনকে আটক করা হয় ৷
ওয়াশিংটনে ঘরেও মাস্ক বাধ্যতামূলক
এদিকে, আমেরিকার ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল ঘরেও মাস্ক পরা বাধ্যতামূলক (indoor mask mandatory in US) বলে ঘোষণা করেছেন ৷ সরকারি কর্মীদের টিকাকরণেও কড়া নির্দেশিকা জারি করেছেন তিনি ৷ আমেরিকায় (Omicron sweeps across US) গত এক সপ্তাহে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 3 শতাংশ থেকে এক লাফে বেড়ে 73 শতাংশ হওয়ার পরই কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন ৷ জোর দেওয়া হয়েছে টিকার বুস্টার ডোজ নেওয়ার উপরও ৷
গত সপ্তাহে আমেরিকায় (New variant in US) সাড়ে 6 লাখেরও বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷ করোনার এই নয়া ভ্যারিয়েন্ট যে গতিতে ছড়াচ্ছে, তাতে আর একটি ঢেউ আসার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা ৷ করোনার নয়া প্রজাতির সংক্রমণে আজই প্রথম মৃত্যু ঘটেছে আমেরিকায় (Frist Omicron death in US) ৷ টেক্সাসের বাসিন্দা বছর 50’এর ব্যক্তি ওমিক্রন আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য আধিকারিক ৷
আরও পড়ুন:First Omicron death in US : আমেরিকায় প্রথম ওমিক্রন সংক্রমণের জেরে মৃত্যু