নয়াদিল্লি, 9 অগস্ট : বিশ্বের দরবারে আরও এক নজির গড়ল ভারত ৷ রাষ্ট্রসংঘের (United Nations) নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সোমবার সন্ধ্যায় এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ওই বিতর্কসভায় তিনি সভাপতিত্ব করেন ৷ এই প্রথম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ভারতের কোনও প্রধানমন্ত্রী সভাপতিত্ব করলেন ৷
এদিনের উচ্চপর্যায়ের বিতর্কসভা ছিল সামুদ্রিক সুরক্ষা (Maritime Security) বৃদ্ধির বিষয় নিয়ে ৷ পোশাকি নাম ‘এনহ্য়ান্সিং মেরিটাইম সিকিউরটি : অ্যা কেস ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’ ৷ সেখানে সভাপতি হিসেবে বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জলপথে স্বাধীন চলাচলের পক্ষে সওয়াল করেছেন ৷ পাশাপাশি জলপথে ব্যবসার (Maritime Trade) ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যে বিভিন্ন দেশের কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে যাচ্ছে, তাও তিনি উল্লেখ করেন ৷
আরও পড়ুন :PM-KISAN : 9.75 কোটি কৃষককে কিষান সম্মাননিধি প্রকল্পে 19,500 কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘‘মহাসাগর আমাদের ভাগ করে নেওয়া ঐতিহ্য এবং জলপথ আন্তর্জাতিক ব্যবসার জীবনরেখা ৷ তাই মহাসাগর আমাদের পৃথিবীর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷’’ কিন্তু এই গুরুত্বপূর্ণ জলপথগুলি অপরাধমূলক, সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হয় বলে মোদি অভিযোগ করেছেন ৷