পশ্চিমবঙ্গ

west bengal

NRC-CAA প্রভাব ফেলতে পারে ভারতের সংখ্যালঘুদের উপর, বলছে অ্যামেরিকার রিপোর্ট

By

Published : Dec 27, 2019, 2:31 PM IST

18 ডিসেম্বর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, স্বাধীন ভারতে ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে মানদণ্ড করা হচ্ছে ৷

inage
মার্কিন কংগ্রেস

দিল্লি, 27 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জি (NRC)-র প্রভাব পড়তে পারে ভারতে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ৷ এমনটাই মনে করছে মার্কিন কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক ৷ কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের রিপোর্টে প্রকাশিত হয়েছে এই খবর ৷

18 ডিসেম্বর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, স্বাধীন ভারতে ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে মানদণ্ড করা হয়েছে ৷

11 ডিসেম্বর পার্লামেন্টে নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 পাশ হয় ৷ এই আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ছয়টি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করে ৷ তবে তাদের ছয় বছর ভারতে বসবাস করার প্রমাণপত্র দেখাতে হবে । অর্থাৎ তাঁদের 31 ডিসেম্বর, 2014-র আগে থেকে ভারতে বসবাস করতে হবে ।

CRS একটি সাময়িক রিপোর্ট তৈরি করেছে ৷ যদিও এটি কোনও ভাবেই মার্কিন কংগ্রেসের অফিশিয়াল রিপোর্ট বলে গণ্য করা হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details