ওয়াশিংটন, 5 নভেম্বর: টিকা আগেই নিয়ে হাজির হয়েছে তারা । এবার কোভিডের ওষুধ তৈরির দৌড়ও শামিল আমেরিকার ফাইজার সংস্থা । তাদের তৈরি ওষুধ কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর হার 90 শতাংশ কমাতে কমাতে পারে বলে দাবি ফাইজারের । আপাতত আমেরিকায় ছাড়পত্র পাওয়ার লক্ষ্যে এগোচ্ছে তারা । ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারেও নিজেদের তৈরি ওষুধ পৌঁছে দিতে আগ্রহী ফাইজার ।
পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য লাভের পর শুক্রবার ওষুধের কার্যকারিতা সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে ফাইজার । তাতে বলা হয়েছে, 775 জন প্রাপ্তবয়স্কের উপর এক মাস ধরে এই পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয় । তাতে দেখা যায়, অন্য ভাইরাল প্রতিরোধী ওষুধের চেয়ে ফাইজারের ওষুধ অনেক বেশি কার্যকর । ফাইজারের ওষুধ খাওয়ার রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর হার 89 শতাংশ কমে যায় ।
ফাইজারের দাবি, তাদের তৈরি ওষুধ খাওয়ার পর হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে মাত্র 1 শতাংশ । একজনও মারা যাননি । বাকি ওষুধের ক্ষেত্রে ৭ শতাংশ মানুষকে ওষুধ খাওয়ার পরেও হাসপাতালে ভর্তি হতে হয় । এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে ।
আরও পড়ুন:Bangladesh Violence : বাংলাদেশে হিংসার দায় বিএনপি-জামাতের উপর চাপালেন হাসিনার মন্ত্রী
এই মুহূর্তে বাজারে কোভিড প্রতিরোধী হিসেবে শুধুমাত্র টিকাই রয়েছে, যা ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগ করতে হয় । তার চেয়ে সহজ উপায়ে, শুধুমাত্র ট্যাবলেট বা ওষুধ খেয়ে কোভিড নিরাময়ের চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা । সম্প্রতি তাতে আশার আলো দেখায় ফাইজারের প্রতিদ্বন্দ্বী সংস্থা মার্ক অ্যান্ড কো । কোভিড প্রতিরোধী ওষুধ তৈরি করে ইতিমধ্যেই ছাড়পত্রের জন্য আবেদন করে ফেলেছে তারা । মৃদু উপসর্গের কোভিড রোগীদের জন্য ব্রিটেন আবার তাদের ছাড়পত্রও দিয়েছে । তার পরেই নিজেদের তৈরি ওষুধের রিপোর্ট প্রকাশ করল ফাইজার ।