ওয়াশিংটন, 9 অগাস্ট : কাশ্মীর নিয়ে তাদের আগের নীতির পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে দিল অ্যামেরিকা । ওয়াশিংটন জানিয়েছে, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । এনিয়ে দু'দেশকেই শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা । জম্মু ও কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বহুবছর ধরেই চেষ্টা করছে পাকিস্তান । কাশ্মীর সমস্যা মেটাতে অ্যামেরিকা মধ্যস্থতা করতে চেয়েছে । অ্যামেরিকার প্রেসিডেন্ট মধ্যস্থতা করতে রাজি হলেও ভারত জানিয়ে দেয় এটা দুদেশের বিষয় । আজ ওয়াশিংটনও একই কথা জানাল ।
কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, পাকিস্তানের দাবি উড়িয়ে ফের জানাল অ্যামেরিকা
কাশ্মীর নিয়ে তাদের আগের নীতির পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে দিল অ্যামেরিকা । ওয়াশিংটন জানিয়েছে, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । এনিয়ে দু'দেশকেই শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা ।
অ্যামেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র মরগান অর্টাগাসকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, কাশ্মীর নিয়ে অ্যামেরিকার নীতির কোনও পরিবর্তন হয়েছে কি না । তখন তিনি বলেন, "না । কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । এই ইশুতে সিদ্ধান্তও নেবে দু'দেশই ৷"
অর্টাগাস আরও বলেন, "এটি এমন একটি বিষয় যার কারণে আমরা সব পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছি । আমরা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চাই এবং আমরা অবশ্যই কাশ্মীর ইশুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করি ।"