পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নিউ জার্সিতে বন্দুক হামলা, হত অফিসার সহ 6 - New Jersey Gun Attack

অ্যামেরিকায় বন্দুকবাজ হানা ৷ মৃত্যু হল এক পুলিশ অফিসার সহ ছয় ব্যক্তির ৷

gun
নিউ জার্সিতে বন্দুক হামলা, হত অফিসার সহ 6

By

Published : Dec 11, 2019, 4:02 AM IST

Updated : Dec 11, 2019, 6:50 AM IST

নিউ জার্সি, 11 ডিসেম্বর : ফের অ্যামেরিকায় বন্দুক হামলা ৷ এবার নিউ জার্সি ৷ মঙ্গলবার দুপুরে জার্সি সিটিতে দুটি পৃথক জায়গায় বন্দুকবাজের হামলায় এক পুলিশ অফিসার সহ ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে দুই বন্দুকবাজও রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

দুই বন্দুকবাজ লোয়ার ম্যানহাটনে হাডসন নদীর কাছে গ্রিনভিল এলাকায় প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে ৷ খবর পেয়ে পৌঁছায় পুলিশ ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে গুলি বিনিময় ৷

জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলপ বলেন, বে ভিউ এবং মার্টিন লুথার কিং ও বে-ভিউ অ্যাভিনিউয়ের সংযোগস্থানে দুটি হামলার ঘটনার খবর আসে ৷ এক পুলিশ অফিসারের ঘটনাস্থানেই মৃত্যু হয় ৷ জখম হয়েছেন আরও দু'জন ৷ মৃতের সংখ্যা একাধিক ৷

Last Updated : Dec 11, 2019, 6:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details